২৬ জুলাই চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর একটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে । অধিবেশনে অর্থনীতির অতিরিক্ত দ্রুত বৃদ্ধি প্রবণতা রোধ করার কাজকে বর্তমানের একটি প্রধান কর্তব্য হিসেবে নির্ধারন করা হয়েছে ।
পার্টির সাধারণ সম্পাদক হু চিন থাও আধিবেশনে সভাপতিত্ব করেছেন ।
অধিবেশনে বলা হয়েছে , অর্থনীতির অতিরিক্ত দ্রুত বৃদ্ধি প্রবণতা রোধ করতে হলে যে সব শিল্প প্রতিষ্ঠান বেশি জ্বালানী ব্যবহার করে এবং অধিক বর্জ্য পদার্থ নিঃসরণ করে , সে সব শিল্প প্রতিষ্ঠানের উত্পাদনের বিকাশ নিয়ন্ত্রণ করতে হবে , পুঁজি বিনিয়োগের অতিরিক্ত দ্রুত বৃদ্ধি ও বৈদেশিক বাণিজ্যের অধিক উদ্বৃত্ত কমানোর চেষ্টা করতে হবে । এছাড়াও কৃষি ও গ্রামাঞ্চলের অর্থনৈতিক বিকাশ বিষয়ক দীর্ঘ মেয়াদী ব্যবস্থা গড়ে তোলার কাজ দ্রুততর করতে হবে এবং তাকে আরো পূর্ণাঙ্গ করে তুলতে হবে । (থান ইয়াও খাং )
|