চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ২৬ জুলাই বলেছে, চীনের অর্থনীতির দ্রুত বৃদ্ধির ব্যাপারে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও প্রচার বিষয়ক উপপ্রধান তোমোহিক তানিগুচি অযৌক্তিক বক্তব্য দিয়েছেন বলে চীন তীব্রভাবে ক্ষোভ প্রকাশ করছে ।
জানা গেছে, তানিগুচি হংকংয়ে বলেছেন, চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন সেদেশের " নিজেদের অহংকার"কেই সুস্পষ্ট করে তুলবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন ও জাপানের জনগণের পারস্পরিক সমঝোতা ও মৈত্রীকে ত্বরান্বিত করাই হচ্ছে দু'দেশের প্রাসঙ্গিক বিষয় । চীন জাপানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের আদান প্রদান ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। এর মধ্যে বিশেষভাবে দু'দেশের তরুণ-তরুণীদের সঙ্গে যোগাযোগ এবং চীন ও জাপানের সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করবে। চীন জাপানকে দু'দেশের সম্পর্কের উন্নতির জন্য আরো বেশি সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে।
|