আন্তর্জাতিক তহবিল ২৫ জুলাই মনে করে যে , এ বছর চীন বিশ্ব অর্থনীতি প্রবৃদ্ধি ত্বরান্বিত করার বৃহত্তম পরিচালিকা শক্তি হয়ে দাঁড়াবে ।
এ দিন প্রকাশিত এই তহবিলের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে , এ বছর চীনের অর্থনীতির বৃদ্ধি হার ১১.২ শতাংশ এবং আগামী বছর ১০.৫ শতাংশে হবে ।
তহবিলের গবেষণাগারের উপপ্রধান চার্লস কলিনস্ এ দিন এক সংবাদ সম্মেলনে বলেছেন , এ বছর চীন বিশ্ব অর্থনীতি প্রবৃদ্ধি ত্বরান্বিত করার বৃহত্তম পরিচালিকা শক্তিতে পরিণত হবে এবং বিশ্ব অর্থনীতি প্রবৃদ্ধির ক্ষেত্রে এক চতুর্থাংশ অবদান রাখবে ।
তিনি আরো বলেছেন , পুঁজি বিনিয়োগের মতো ভোগ্য-পণ্যের ব্যয় বৃদ্ধি চীনের অর্থনীতি প্রবৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছে । এ থেকে বোঝা যায় , সুষম উন্নয়নের ক্ষেত্রে চীনের অর্থনীতি কিছুটা অগ্রগতি লাভ করেছে । (থান ইয়াও খাং)
|