চীন ও রাশিয়ার মধ্যেকার আন্তঃদেশীয় বিদ্যুত্ প্রেরণ ব্যবস্থার একটি প্রধান অংশ- হেইহো কনভার্টার স্টেশন প্রকল্পের নির্মাণকাজ ২৬ জুলাই উত্তর পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশের হেইহো শহরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । এ থেকে বোঝা যায় , চীন ও রাশিয়ার মধ্যে আন্তঃদেশীয় বিদ্যুত্ প্রেরণ ব্যবস্থার নির্মাণকাজ পুরোদমে চলছে ।
দু'দেশের এই আন্তঃদেশীয় বিদ্যুত্ প্রেরণ ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে চীন ২ বিলিয়ন ইউয়ান অর্থ বরাদ্দ করবে । এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে হেইহো কনভার্টার স্টেশন প্রকল্প ২০০৮ সালের শেষ নাগাদ চালু হবে । তখন রাশিয়ার দূর প্রাচ্যের বিদ্যুত্ প্রেরণ ব্যবস্থার মাধ্যমে চীনের হেইলুংচিয়াং প্রদেশে বিদ্যুত্ পাঠানো হবে । অনুমান করা হচ্ছে , এই ব্যবস্থার মাধ্যমে বিদ্যুতের বার্ষিক সরবরাহের পরিমাণ ৪.৩ বিলিয়ন কিলোওয়াট ঘন্টায় দাঁড়াবে । (থান ইয়াও খাং )
|