v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-26 18:35:53    
এ বছরের দ্বিতীয়ার্ধেচীনের দ্রব্যমূল্য ধীরগতিতে বাড়বে--ছাও ছাংছিং

cri
    খাদ্যমূল্য বৃদ্ধির প্রভাবে এ বছর চীনের মোট দ্রব্যমূল্য অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে । এটা চীনের অর্থনীতির অগ্রগতিতেমুদ্রাস্ফীতির চাপ জোরদার করেছে । চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের একজন কর্মকর্তা ২৫ জুলাই পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , এ বছরের দ্বিতীয়ার্ধে চীনের দ্রব্যমূল্য বৃদ্ধি অব্যাহতথাকবে বলে অনুমান করা হচ্ছে । বৃদ্ধির মাত্রা পরবর্তী কয়েক মাসের ফসলের উপর নির্ভরশীল হবে ।

    গত সপ্তাহে প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , চলতি বছরের প্রথমার্ধে চীনের অভ্যন্তরীণ মোট উত্পাদনমূল্য গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১১.৫ শতাংশ বেশি । জুন মাসে নাগরিকদের পণ্যভোগের মূল্য অনুরূপ সময়ের তুলনায় ৪.৪ শতাংশ বেশি । এটা গত ৩৩ মাসের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে । পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পর দ্রব্যমূল্যের অতিদ্রুত বৃদ্ধি ব্যাপকভাবে চীনের সমাজ ও বাইরের দৃষ্টি আকর্ষণ করেছে ।

    ২৫ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মূল্য বিভাগের প্রধান ছাও ছাংছিং বলেছেন, এ বছরের দ্বিতীয়ার্ধে দ্রব্যমূল্য ধীরগতিতে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । তিনি বলেছেন , দ্বিতীয়ার্ধের অবস্থা দেখতে গেলে মূল্যবৃদ্ধি এবং মূল্যহ্রাসে প্রভাব দুটোই রয়েছে । খুব সম্ভবত মূল্যবৃদ্ধিকে টেনে নেয়ার উপাদান কিছুটা বেশি । কিন্তু দ্রব্যমূল্যআপেক্ষিক স্থিতিশীল অবস্থার মধ্যে ধীরগতিতে বেড়ে যাচ্ছে বলে অনুভব করা যায় । চূড়ান্ত ফলাফল কি হবে তা বছরের দ্বিতীয়ার্ধের শরত্কালীন ফসলের উপর নির্ভরশীল হবে বলে আমরা মনে করি ।

    যাতে চীনের অর্থনীতির অতিরিক্ত দ্রুত বৃদ্ধি না হয় ও জন্য এ বছরের প্রথমার্ধে অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশিত হওয়ার কয়েক দিন পরই চীনের কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহের শেষ দিকে জমা এবং ঋণ নেয়ার হার বাড়িয়ে দিয়েছে ।

    চীনের অর্থনীতির অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে চীন সরকারের অভিমত পুনরায় ঘোষণা করেছেন যে , চীনের অর্থনীতির অতিরিক্ত বৃদ্ধি হয়নি । এ সম্পর্কে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের জাতীয় অর্থনৈতিক বহুমুখী বিভাগের প্রধান সি কাং বলেছেন , আমরা মনে করি , বর্তমানে গোটা অর্থনৈতিক পরিস্থিতি অপেক্ষাকৃত ভাল । যেমন গত বছরের প্রথমার্ধে গোটা সামাজিক স্থাবর সম্পদে অর্থবিনিয়োগ বৃদ্ধি ছিল ২৯.৮ শতাংশ । এ বছরের প্রথমার্ধে তা ২৫.৯ শতাংশে নেমেছে । চলতি বছরের প্রথমার্ধে পণ্যদ্রব্যের খুচরা বিক্রয়মূল্য ১৫.৪শতাংশ বেড়েছে । গত কয়েক বছরের মধ্যে এটা সর্বোচ্চ পরিমাণ । আঞ্চলিক অর্থনীতির সমন্বিত উন্নয়নের প্রবণতাও ভাল ছিল ।

    তিনি জোর দিয়ে উল্লেখ করেছেন , খাদ্যমূল্যের দ্রুত বৃদ্ধি চলতি বছরের প্রথমার্ধে চীনা নাগরিকদের পণ্যভোগের মূল্যেরদ্রুত বৃদ্ধির একটি প্রধান কারণ । পক্ষান্তরে অন্যান্যদ্রব্যের মূল্য মোটামুটি স্থিতিশীল রয়েছে ।

    চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের অর্থনীতি বিষয়ক ব্যুরোর উপপ্রধান চু হোংরেন সংবাদ সম্মেলনে বলেছেন , যদিও চীনের গোটা অর্থনৈতিক পরিস্থিতি অপেক্ষাকৃত ভাল , তবে অর্থনীতি চলাকালে কিছু দ্বন্দ্ব রয়ে থাকে । এই সব দ্বন্দ্বের মধ্যে রয়েছে ইস্পাত ও লৌহ এবং রসায়ন শিল্প সহ বিভিন্ন শিল্পের দ্রুত বৃদ্ধি, স্থাবরসম্পত্তিতে অর্থবিনিয়োগের দ্রুত বৃদ্ধি এবং আংশিক শিল্পের উত্পাদন ক্ষমতা পশ্চাদপদ থাকা ।

    তিনি বলেছেন , বিভিন্ননিয়ন্ত্রণ নীতি বাস্তবায়ন এবং অর্থনীতির অতিরিক্ত বৃদ্ধি এড়িয়ে যাওয়ার প্রক্রিয়ায় চীন দৃঢ়ভাবে বেশি জ্বালানী সম্পদ ব্যয় করে , বেশি নিঃসরণ করে এমন শিল্পের উন্নয়ন রোধ করবে । আইন লংঘণকারী নির্মাণ তদন্ত , বেশি জ্বালানী সম্পদ ব্যয় করে এবং বেশি নিঃসরণ করে এমন পণ্যদ্রব্যের রপ্তানী নিয়ন্ত্রণ করবে । যাতে অর্থনীতির টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা যায় ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাবকমিয়ে দেয়া যায় ।