২৫ জুলাই ভারতের মন্ত্রীসভা ভারত-মার্কিন বেসামরিক পারমাণবিক জ্বালানী সম্পদের কার্যকর চুক্তিকে অনুমোদন করেছে । এ চুক্তির উদ্দেশ্য হল ভারতে মার্কিন বেসামরিক পারমাণবিক প্রযুক্তি ও পারমাণবিক জ্বালানী সম্পদের রপ্তানীর অনুমোদন দেয়া ।
ভারতের মন্ত্রীসার রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা এদিন অনুষ্ঠিত এক যৌথ সম্মেলনে অংশ নেন এবং এ চুক্তি স্বাক্ষর করেছেন । ভারতের পররাষ্ট্রমন্ত্রী মুখার্জী সম্মেলনের পর বলেছেন, ভারতের সকল উদ্বেগের সমাধান করা হয়েছে । কিন্তু ভারত ও যুক্তরাষ্ট্র এ চুক্তির বিস্তারিত বিষয় সম্পর্কে কিছু বলে নি । এ চুক্তির ব্যাপারে মার্কিন সরকারের অনুমোদনও দরকার ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাককর্ম্যাক ২৫ জুলাই ওয়াশিংটনে বলেছেন, তিনি মনে করেন, ভারত সরকার বিষয়টির ওপর ইতিবাচক ব্যবস্থা নিচ্ছে । মার্কিন সরকার খুব সম্ভবত : কয়েক দিনের মধ্যেই চুক্তির বিষয়বস্তু প্রকাশ করবে ।
(ছাও ইয়ান হুয়া)
|