বিশ্ব বাণিজ্য সংস্থার ১৫০টি সদস্য দেশের প্রতিনিধি ২৫ জুলাই জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তরে অনানুষ্ঠানিক এক সম্মেলনের আয়োজন করে দোহা দফা অকৃষিজাত দ্রব্য ও পরিসেবা বাণিজ্য সংক্রান্ত আপোষ প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র ও উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিরা এই প্রস্তাবের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করে যে, এই প্রস্তাব নিজের অধিকার ও স্বার্থের ক্ষতি করেছে।
বিশ্ব বাণিজ্য সংস্থায় মার্কিন রাষ্ট্রদূত পিটার আলগিয়ের বলেছেন, যদিও এ প্রস্তাব একটি ভাল সূচনার সৃষ্টি করেছে, তবু শুল্কের হার কমানোর মাত্রা খুব কম। এভাবে শিল্পোন্নত সদস্যদের বিরাট বাজারে কোটা পাওয়ার জন্য সহায়ক হবে না। ১১টি উন্নয়নশীল দেশের প্রতিনিধিদের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, শিল্পজাত দ্রব্যের ওপর নেয়া আমদানি কর কমালে অন্যায় ও বৈষম্য বাণিজ্য শুরু হবে এবং বিপুল সংখ্যক বেকারত্বের সৃষ্টি হবে।
একই দিনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই প্রস্তাবের লেখক দোন স্টিফনসোন স্বীকার করেছেন, এই প্রস্তাবের ফলে বিরাট মতভেদের সৃষ্টি হয়েছে। তিনি বিভিন্ন পক্ষের মতামত সংগ্রহ করে প্রস্তাবটি সংশোধন করবেন।(ইয়ু কুয়াং ইউয়ে)
|