২৫ জুলাই আন্তর্জাতিক মুদ্রা তহবিল এ বছরের এপ্রিল মাসে প্রকাশিত "বিশ্বের অর্থনীতির প্রত্যাশা" শীর্ষক রিপোর্টে বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধি সম্পর্কে দেয়া অনুমানকে সংশোধন করেছে। অর্থাত্ চলতি ও আগামী বছর বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধির হার ৪.৯ শতাংশ থেকে ৫.২ শতাংশ বাড়িয়েছে। এর প্রধান কারণ হচ্ছে নতুন নতুন বাজার ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে চীন, ভারত ও রাশিয়ার অর্থনৈতিক অবস্থা উল্লেখযোগ্য।
এ সংস্থা বলেছে, বিশ্বব্যাপী অর্থনীতিতে এ বছরের প্রথমার্ধে অব্যাহতভাবে প্রবল বৃদ্ধির হার বজায় রয়েছে। দ্বিতীয় কোয়ার্টারে যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রবৃদ্ধির প্রবণতা পুনরায় শুরু হয়েছে। অন্যান্য অধিকাংশ দেশের অর্থনৈতিক কার্যক্রমও দ্রুত বাড়ছে। ইউরো অঞ্চল এবং জাপানের অভ্যন্তরীণ চাহিদা তাদের অর্থনৈতিক সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীন, ভারত ও রাশিয়ার দ্রুত প্রবৃদ্ধি অর্থনীতির নেতৃত্বে নতুন বাজার সৃষ্ট দেশগুলোর অর্থনীতিও প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে।
এ সংস্থা জানিয়েছে, যদিও সারা বিশ্বের অর্থনীতি দ্রুতভাবে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু গোটা দিক থেকে দেখলে বুঝা যায় যে, স্ফীতি ফলপ্রসূভাবে নিয়ন্ত্রিত হয়েছে। তবে জ্বালানি সম্পদ ও খাদ্যের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে কিছু কিছু নতুন বাজার ও উন্নয়নশীল দেশগুলো স্ফীতি হওয়ার চাপের সম্মুখীন হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|