বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চীনা ভাষা বিষয়ক ষষ্ঠ "চীনা ভাষার সেতু" নামক ফাইনাল প্রতিযোগিতা ৩ থেকে ১৩ আগস্ট উত্তরপূর্ব চীনের ছাংছুন শহরে অনুষ্ঠিত হবে। ৫০টিরও বেশি দেশের এক শোরও বেশি অংশগ্রহণকারী এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন।
জানা গেছে, "চীনা ভাষার সেতু" নামক চীনা ভাষা প্রতিযোগিতার লক্ষ্য হচ্ছে বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের চীনা ভাষা শেখার আগ্রহে উত্সাহ দেয়া এবং বিশ্বে চীনা ভাষা ও চীনের সংস্কৃতির প্রসারকে উন্নত করা। এবারের প্রতিযোগিতার প্রসঙ্গ হলো "চীন অলিম্পিক গেমসকে স্বাগত জানায়"। এছাড়াও, অংশগ্রহণকারীগণ চীনের বিশ্ববিদ্যালয় পরিদশন এবং চীনা পরিবারের সঙ্গে বিনিময় করবেন। (পান্না)
|