২৫ জুলাই চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ভারতের নতুন শপথগ্রহণকারী প্রেসিডেন্ট প্রতিভা পাতিলকে অভিনন্দন জানিয়ে তাঁর কাছে একটি তারবার্তা পাঠিয়েছেন।
তারবার্তায় প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন, চীন ও ভারত হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং উন্নয়নশীল বড় দেশ। দু'দেশের সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা এবং সার্বিক সহযোগিতা উন্নত করা কেবল দু'দেশের জনগণের জন্য কল্যাণকর তাই নয়, বরং এশিয়া এমনকি বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য কল্যাণকর। হু চিন থাও পাতিলের সঙ্গে প্রচেষ্টা চালিয়ে দু'দেশের কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বের সম্পর্ককে অব্যাহতভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।
পাতিল ১৯৩৪ সালে জন্ম গ্রহণ করেন। ১৯৬২ সালে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি ২৫ জুলাই ভারতের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করেছেন। পাতিল ভারতের স্বাধীনতা লাভের ৬০ বছরে প্রথম নারী প্রেসিডেন্ট হলেন।(পান্না)
|