চলতি বছরের মার্চ মাসে ব্যাংক অব চায়না ও রয়াল ব্যাংক অব স্কটল্যান্ড যৌথভাবে পেইচিং এবং শাংহাইসহ বিভিন্ন শহরে আনুষ্ঠানিকভাবে তার শাখা চালু করেছে। সিটি ব্যাংক, স্ট্যান্ড্যার্ড চার্টার্ড ব্যাংক এবং " এইচ. এস.বি.সি" সহ বিভিন্ন বৈদেশিক ব্যাংক চীনে তাদের বেসরকারী ব্যাংকিং প্রতিষ্ঠানের শাখা খুলেছে।
একই সঙ্গে, চীনের কিছু কিছু ব্যাংক উচ্চ পর্যায়ের অর্থ ব্যবস্থাপনার ইতিবাচক প্রয়োগ করতেও শুরু করেছে। বর্তমানে চীনের পূর্ত ব্যাংক এবং চীনের শিল্প ও বাণিজ্য ব্যাংকসহ সংশ্লিষ্ট বেশি লেন-দেনকারী গ্রাহকদের জন্য বিশেষ সেবা সংস্থা প্রতিষ্ঠা করেছে।
গ্রাহকদের তথ্য অনুযায়ী, বেসরকারী ব্যাংকিং শিল্পপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে গ্রাহকদের সংশ্লিষ্ট কাজে লাগানো। বর্তমানে চীনের বেসরকারী ব্যাংকিং শিল্পপ্রতিষ্ঠানের গ্রাহকের লেন-দেনের মানদন্ড সাধারণত ১০ লাখ মার্কিন ডলার বা ৮০ লাখ ইউয়ান।
চীনের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে বেসরকারী ব্যাংকিং শিল্পপ্রতিষ্ঠানেরউন্নয়নের বিরাট সুপ্ত শক্তি রয়েছে। বষ্টন কনসালটিং গ্রুপের এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ১৯৯৯ সালে চীনা পরিবারের সঞ্চয়ের মোট মূল্য ছিল ৮৯০ বিলিয়ন মার্কিন ডলার। ২০০৪ সালে তা ১.৪৪ ট্রিলিয়নে দাঁড়িয়েছে।
|