চীনের অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তী ৬০ বছরে জিডিপি ১৯৬ গুণ বেড়েছে ।
২৫ জুলাই পেইচিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে অন্তঃর্মঙ্গোলিয়ার চেয়ারম্যান ইয়াং চিং এ কথা বলেছেন ।
তিনি বলেছেন , অন্তঃর্মঙ্গোলিয়ায় অর্থনীতি দ্রুতভাবে বিকাশ লাভ করার পাশাপাশি জনসাধারণের জন্য বহু গণ কল্যাণকর কাজকর্ম করা হয়েছে । ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত অন্তঃর্মঙ্গোলিয়ায় ৯ লাখেরও বেশি কৃষক ও পশুপালকের জন্য দারিদ্র্য দূরীকরণ ব্যবস্থা নেয়া হয়েছে । ৭ লাখেরও বেশি কম উপার্জনকারী শহরবাসী সরকারের কাছ থেকে ভর্তুকী লাভ করছে। কৃষক ও পশুপালকদের বিশুদ্ধ পানি সরবরাহ এবং গ্রামাঞ্চল ও পশু পালন অঞ্চলের উত্পাদন এবং তাদের জীবনযাপন প্রণালীও ব্যবস্থাও উন্নত হয়েছে । (থান ইয়াও খাং)
|