চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটি ২৫ জুলাই এই মত প্রকাশ করেছে যে , এ বছরের শেষার্ধে চীন অর্থনীতির অতিরিক্ত বৃদ্ধির প্রবণতা নিবারণের চেষ্টা করবে । এর পাশাপাশি যে সব শিল্প প্রতিষ্ঠান বেশি জ্বালানী ব্যবহার করে এবং অধিক বর্জ্য পদার্থ নিঃসরণ করে , সে সব প্রতিষ্ঠানের অতিরিক্ত বিকাশ রোধ করা হবে ।
চীনের উন্নয়ন ও সংস্কার কমিটির একজন কর্মকর্তা চু হোং রেন বলেছেন , অর্থনীতির অধিক অতিরিক্ত বৃদ্ধির প্রবণতা রোধ করার জন্য চীন অর্থনীতির সার্বিক নিয়ন্ত্রণ বিষয়ক নীতি আরো পূর্ণাঙ্গ করে তুলবে । চীন বিভিন্ন ইতিবাচক ব্যবস্থাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে দূষণমুক্ত জ্বালানী ব্যবহার এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে টেকসই উন্নয়নের চেষ্টা করতে থাকবে । যাতে অর্থনীতিকে আরো স্থিতিশীল , সুষ্ঠু ও দ্রুতভাবে ত্বরান্বিত করা যায় । (থান ইয়াও খাং)
|