জাতিসংঘের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের পরিসেবা ও সহযোগিতা বিষয়ক তিন বছর মেয়াদী একটি কার্যক্রম ২৫ জুলাই পেইচিংয়ে চালু হয়েছে । এই কার্যক্রম অনুযায়ী , জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগ অলিম্পিক গেমসের পরিসেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের জন্য চীনকে সহায়তা দেবে ।
খবরে প্রকাশ , জাতিসংঘ উন্নয়ন ও পরিকল্পনা সংস্থা , জাতিসংঘ স্বেচ্ছাসেবক সংস্থা এবং পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কার্যক্রম প্রণয়ন করা হয়েছে । এই কার্যক্রমের উদ্দেশ্য হল পেইচিং অলিম্পিক গেমস-২০০৮'র পরিসেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া এবং স্বেচ্ছাসেবকদের পরিচালনায় পরিবেশ সুরক্ষা বিষয়ক জ্ঞান জনপ্রিয় করে তোলার একটি অভিযান চালানো ।
জানা গেছে , এই কার্যক্রম অনুযায়ী , অলিম্পিক গেমস শেষ হওয়ার পর দারিদ্র্য দূরীকরণ , স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন গণ কল্যাণ কাজে অংশগ্রহণের জন্যও স্বেচ্ছাসেবকদের উত্সাহ দেয়া হবে । (থান ইয়াও খাং)
|