রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সারগেই লাভরোভ ২৪ জুলাই বলেছেন , ৩০ ও ৩১ জুলাই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের উদ্যোগে পূর্ব ইউরোপে আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলা এবং এই বিষয়ে রাশিয়ার প্রস্তাব নিয়ে দু'দেশের বিশেষজ্ঞরা আলোচনা করবেন ।
তিনি বলেছেন , আলোচনাকালে বিশেষজ্ঞরা আজারবাইজানে আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব সম্পর্কে অবহিত করবেন ।
খবরে প্রকাশ , যদিও যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে বৈঠক করতে সম্মত হয়েছে । কিন্তু যুক্তরাষ্ট্র এই মত প্রকাশ করেছে যে , তার আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত থাকবে ।
অন্য এক খবরে প্রকাশ , পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ভিটোল্ড ওয়াইজাসকোওস্কী ২৪ জুলাই বলেছেন , যদিও রাশিয়া পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের উদ্যোগে আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা পর্যুদস্ত করতে চেয়েছে , কিন্তু পোল্যান্ড ও যুক্তরাষ্ট্র রাশিয়ার দৃষ্টিভঙ্গিকে ভয় পাচ্ছে না । (থান ইয়াও খাং)
|