চীনের কৃষি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা কাও হোং বিন ২৪ জুলাই পেইচিংয়ে বলেছেন, চীন নিজের কৃষি বিকাশের পাশাপাশি অন্যান্য উন্নয়নমুখী দেশগুলোর সঙ্গে কৃষি উন্নয়নের অভিজ্ঞতা ভাগ করে যথাসাধ্য সাহায্য দিতে ইচ্ছুক।
সফররত বুরুনডির কৃষি ও পশুপালন মন্ত্রী জিন দ্যা দিউ মুতাবাজির সঙ্গে সাক্ষাত্ করার সময় কাও হোং বিন এ কথা বলেছেন।
কাও হোং বিন উল্লেখ করেছেন, বহুপক্ষীয় কাঠামোতে চীন আর জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচীর সঙ্গে ফলপ্রসূ সহযোগিতা করেছে। বিভিন্ন দেশকে সাহায্য করার জন্য মোট ৭০০এরও বেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ পাঠানো হয়েছে এবং সুষ্ঠু ফলাফলও পেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এর ব্যাপক প্রশংসা করেছে।
মুতাবাজি বলেছেন, চীন ও বুরুন্ডির সম্পর্ক সুদীর্ঘকালের। চীন ও বুরুন্ডির কৃষি ক্ষেত্রের সহযোগিতার ভবিষ্যত সম্ভাবনার দিগন্ত বিস্তীর্ণ। বুরুন্ডি আশা করে, চীন থেকে তারা আরো বেশি অভিজ্ঞতা ও প্রযুক্তি শিখবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|