২৫ জুলাই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এশিয়া ও ইউরোপের সপ্তম শীর্ষ সম্মেলন আগামী বছর অক্টোবরে পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। অনুমান অনুযায়ী, ৪৩টি সদস্য দেশের নেতৃবৃন্দ, আসিয়ান সচিবালয় ও ইউরোপীয় ইউনিয়নের দায়িত্বশীল কর্মকর্তাগণ এবারের পেইচিং সম্মেলনে উপস্থিত থাকবেন।
সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদ এবারের সম্মেলনের প্রস্তুতিমূলক কমিটি গঠনের অনুমোদন দিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি প্রস্তুতিমূলক কমিটির পরিচালক হবেন। ২৫ জুলাই পেইচিংয়ে প্রস্তুতিমূলক কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
এশিয়া ও ইউরোপের শীর্ষ সম্মেলন ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে এশিয়া ও ইউরোপের মধ্যকার সবচেয়ে বড় আকারের সরকারী আন্তঃদেশীয় সংলাপ ফোরাম। শীর্ষ সম্মেলন হচ্ছে সর্বোচ্চ মর্যাদার অধিবেশন। প্রতি দু'বছর অন্তর একবার অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত ছয় বার এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|