২৫ জুলাই উত্তর কোরিয়ার রোদোং সিনমুন পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে পারমাণবিক সমস্যার ব্যাপারে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী তত্পরতার নিন্দা করা হয়েছে।
নিবন্ধে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু পরিত্যাগ করার পরও যুক্তরাষ্ট্রআরো আধুনিক ও সুক্ষ পারমাণবিক অস্ত্রের ওপর গবেষণা করছে । পারমাণবিক সমস্যার ব্যাপারে দু'টি মানদন্ড পরিত্যাগ করার জন্য যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ।
বক্তব্যে আরো বলা হয়েছে, মানবজাতি পারমাণবিক যুদ্ধের বিরোধীতা করে ,কিন্তু শান্তিপূর্ণ পারমাণবিক তত্পরতার বিরুদ্ধে নয় । আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন সদস্য দেশের শান্তিপূর্ণভাবে পারমাণবিক তত্পরতা চালানোর অধিকার রয়েছে । যুক্তরাষ্ট্রের আচরণ বিভিন্ন দেশের ওপর বিরূপ প্রভাব ফেলবে ও ভারসাম্যকে নষ্ট করবে এবং তা আন্তর্জাতিক আইন সিদ্ধ হবে না ।
(ছাও ইয়ান হুয়া)
|