২৫ জুলাই ইসরাইলের " হারেত্জ " পত্রিকা সূত্রে জানা গেছে, ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিভিন্ন সমস্যা নিয়ে ফিলিস্তিনের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক। যাতে নীতিগত চুক্তির ব্যাপারে মতৈক্যে পৌঁছানো যায়।
জানা গেছে, ওলমার্ট ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে একটি প্রস্তাব দিয়েছেন। এ প্রস্তাব ফিলিস্তিন মেনে নিলে , দু'পক্ষ ফিলিস্তিন রাষ্ট্রের প্রধান প্রধান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবে বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সরকারী সংস্থার দায় দায়িত্ব, অর্থনৈতিক এবং শুল্ক বিভাগের বন্দোবস্ত । এর ফলে গাজা অঞ্চল এবং জর্দান নদীর পশ্চিম তীরের ৯০ শতাংশ অঞ্চল নিয়ে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
|