২৪ জুলাই দক্ষিণ কোরিয়ার যৌথ সংবাদ সংস্থার এক খবরে জানা গেছে, দক্ষিণ কোরিয় সরকার আফগান সেনাবাহিনীকে তাদের দক্ষিণ কোরিয়ার অপহৃতদের আটকে রাখা অঞ্চলে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে ।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষ ব্যক্তির মাধ্যমে আফগান সেনাবাহিনীকে এ অনুরোধ জানিয়েছে । দক্ষিণ কোরিয়ার অনুরোধে বর্তমানে আফগানিস্তানের বহু জাতিক বাহিনী সামরিক অভিযান অস্থায়ীভাবে বন্ধ রেখেছে ।
২৩ জুলাই দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ৫ জন সামরিক কর্মকর্তা নিয়ে গঠিত একটি গ্রুপকে আফগানিস্তানে পাঠিয়েছে । তাদের দায়িত্ব হল দক্ষিণ কোরিয়া এবং আফগান সেনাবাহিনী ও আফগানিস্তানে বহু জাতিক বাহিনীর সঙ্গে অভিযান সমন্বয় করা ।
অন্য এক খবর থেকে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার চোং ওয়া দে প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র চেন হো সেন বলেছেন, বর্তমানে দক্ষিণ কোরিয়া আফগানিস্তানে নানা পদ্ধতিতে তালিবানের সঙ্গে যোগাযোগ করছে ।
(ছাও ইয়ান হুয়া)
|