জীবনের বাঁকে বাঁকে
ভালবাসা বেঁচে থাকে।
বিধাতার এ পৃথিবীতে
মানুষের জেগে থাকে।
মানুষের জীবনে থাকে সাত সমুদ্র সম
দুঃখ, ব্যাথা আর বেদনা।
তবুও মানুষ বেঁচে থাকে
সংগ্রামে সংগ্রামে জয়ী হতে চায় জীবন ধারায়।
---বাংলাদেশের বগুড়া জেলার টেমা গ্রামের মো: আবু মহসিন প্রাং।
|