এ বছর থেকে চীন তিন বছর সময়ের মধ্যে ধাপে ধাপে সারা দেশের শহরবাসীদের মৌলিক চিকিত্সামূলক বীমা ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করবে।
চীনের শহরবাসীদের মৌলিক চিকিত্সামূলক বীমা ব্যবস্থা সংক্রান্ত সম্মেলন ২৩ ও ২৪ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন, এটা হচ্ছে চীনে শহরাঞ্চলের কর্মীদের মৌলিক চিকিত্সা বীমা ব্যবস্থা ও নতুন ধরনের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা প্রতিষ্ঠার পর আরেকটি নতুন ব্যবস্থা। এর উদ্দেশ্য হচ্ছে শহরাঞ্চলে বসবাসকারী মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী, শিশু, বৃদ্ধ-বৃদ্ধাও, বিকলাংগসহ নানা কর্মহীনদের চিকিত্সা সমস্যার সমাধান করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|