v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-24 20:13:06    
খেলার জগত

cri
    বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের শিরোপা লাভ

    প্রথমবারের মত আন্তর্জাতিক কোন ক্রিকেটর আসরে খেলতে নেমেই বাজিমাত করেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল । ১৯৯৯৭-এ বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের আইসিসি ট্রফি জয়ের পর মালয়েশিয়ার রাজধানী কুয়লালামপুর থেকে আবারো চ্যাম্পিয়ন ট্রফি জয় । এবারে এ ট্রফি জয় করেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল । আট জাতির মহিলা ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল । গত বুধবার কুয়ালালামপুরের জোহর ক্রিকেট একাডেমি মাঠে বৃষ্টি বিঘ্নিত ফাইনালে বাংলাদেশ আট উইকেটে নেপাল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে । বৃষ্টির জন্য ৩০ ওভারের ফাইনাল ১৮ ওভারের ম্যাচে পরিনত হয় । নেপাল দল প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৭ উইকেটের বিনিময়ে মাত্র ২৬ রান করতে সক্ষম হয় । জবাবে বাংলাদেশের মেয়েরা ৯.৪ ওভারে দুই উইকেট হারিয়ে জয়লাভের জন্য প্রয়োজনীয় রান তুলতে সক্ষম হয় । চামেলি আপরাজিত থেকে ১৭ রান করেন । টুর্নামেন্টে বাংলাদেশ দল কে নেতৃত্ব দেন তাজকিয়া আক্তার । ব্যাটে বলে চমতকার পারফর্মেন্সের জন্য সেরা ক্রিকেটার নির্বাচিত হন বাংলাদেশের অলরাউন্ডার পান্না ঘোষ । প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামা বাংলাদেশ টুর্নামেন্টে ছিল ফেবারিট দল । গ্রুপ ম্যাচে তারা সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর চীনকে হারিয়েছে । সেমিফাইনালে হংকংকে পাত্তাই দেয় নি । টুর্নামেন্টে অংশ নেয়ার আগে বাংলাদেশের মেয়েরা থাইল্যান্ডে সে দেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের বিপক্ষ দুটি প্রদর্শনী ম্যাচেও জয়ী হয় ।

    বাংলাদেশ পরাজিত

    টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় একদিনের ম্যাচে আজ প্রতিদ্বন্দ্বি শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলছে কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ।

    শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দল টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৪৬.৫ ওভারে মাত্র ১৩৭ রান তুলতে সক্ষম হয় । পরে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে । সাঙ্গাকারা ও সনতজয়সুরিয়া এ সময ব্যাট করছিলেন।

    শ্রীলঙ্কার জয়ের জন্য রান রেট এখন মাত্র ২.২৩ ।

এর আগে প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশ দল টসে জয়লাভ করে খেলতে নেমে শ্রীলঙ্কাকে ভালো বোলিং করে ২৩৪ রানে আটকে ফেলতে সক্ষম হলেও ব্যাটসম্যানদের অমার্জনীয় ব্যর্থতার কারনে ৫৭ বল বাকী থাকতেই মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে গিয়ে ৭৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয় । এ খেলায় ম্যান অব দি ম্যাচ হন বোলার ফার্নান্ডো।

    ইংল্যান্ড- ভারত

    কেভিন পিটারসনের সেন্চুরি লর্ডস টেস্টে ভারতকে জয়ের স্বপ্ন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে । এর আগে ভারত হয়তে ভাবতে পারতো ড্রয়ের কথা । কিন্তু চতুর্থ দিন শেষে সে সম্ভাবনাও বলতে গেলে শূন্যতায় নেমে এসেছে । বলা ভালো একটা লড়াইয়ের প্রস্তুতি নিয়েই আজ শেষ দিন মাঠে নামছে ভারত । প্রথম টেস্টে জয়ের জন্য স্বাগতিক ইংল্যান্ডের দরকার বাকী সব উইকেট । অন্যদিকে সফরকারী দলের প্রয়োজন মাত্র২৪৩ রান । চতুর্থ ইনিংসে ৩৭৯ বা তার চেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড টেস্ট ইতিহাসে আছেই কেবল তিনটি । ১৯৭৫ সালে ৪০৩ রান তাড়া করে জিতেছিলেন দ্রাবিড়ের পূর্বসূরিরা । এই লর্ডসেই ভারতের টেস্ট অভিষেক হয়েঠিল ৭৫ বছর আগে । চলতি টেস্টের আগে ভারত ইংল্যান্ডে যে ৪৫ টি টেস্টখেলেছে তাতে জয় পেয়েছে মাত্র তিনটিতে আর হেরেছিল ২৩টিতে ।

    শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সক্ষম হয়েছে ।

    ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট কেনিয়ায়

    আগামী মাসে কেনিয়ায় ভারত, শ্রীলঙ্কা ও কেনিয়ার মধ্যে 'এ' দলের একটি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামন্ট অনুস্ঠিত হবে । শীর্ষ দুটি দল ২৩ আগস্ট ফাইনালে খেলবে । টুর্নামন্টশুরু হবে ১৪ আগস্ট ।

    ফুটবল

    বিদায় নিয়ে চলে গেল তিনবারের এশিয়া কাপ জয়ী ইরান । গতকাল কুয়ালালামপুরের বুকিত জালাল স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোয়ার্টার ফাইনালের ট্রাই ব্রেকারে ৪-২ গোলে হারায় এশিয়ার আরেক জায়ান্ট দক্ষিণ কোরিয়া । অন্যদিকে চলতি আসরের শেষ কোয়র্টার  ফাইনালে উজবেকিস্তানের বিপক্ষে জিতে সেমিফাইনালে উঠেছে সৌদি আরব । আগামী বুধবার সেমি ফাইনালে দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে ইরাকের এবং সৌদি আরব বর্তমান চ্যাম্পিয়ন জাপানের  ।

    ম্যান্ডেলার স্মরণে ফুটবল 

    কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার ৮৯তম  জন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছিল 'ম্যান্ডেলার জন্য ৯০ মিনিটের একটি  প্রীতি ফুটবল ম্যাচ । আফ্রিকা একাদশ ও অবশিস্ট বিশ্ব একাদশের মধ্যকার এই ম্যাচটি খেলতে বিশ্বের সব প্রান্ত  থেকে এসে জড়ো হয়েছিলেন একাল - সেকালের তারকা ফুটবলাররা ।

    এ ম্যাচে দু দলের কেউই হারে নি । এমন স্মরণীয় একটি দিনে সবারইতো জয় পাওয়া উচিত । দারুন প্রতিদ্বন্দ্বিতিপূর্ণ এ খেলাটি শেষ হয়েছিল ৩-৩ গোলের মধ্য দিয়ে ।  

    কোপাকাবানার আনন্দে ভাসছে ব্রাজিল

    ফুটবল মানেই আনন্দ আর সেই আনন্দে ভাসছে ব্রাজিল। কোপাকাবানার সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে উচ্ছ্বাসের ঢেউ । পুরো দেশ নাচছে সাম্বার তালে তালে । উন্মাতাল সেই উতসবের গর্জনও শোনা যাচ্ছে বহু দূর থেকে । শুধু ব্রাজিল নয, লাতিন আমেরিকার প্রায় সব দেশই বন্দনায় মেতেছে দলটির । ফাইনালে ব্রাজিল ৩-০ গোলে হারিয়ে দেয় আর্জেন্টিনাকে । আরে হয়ে যায় কোপাকাবানা চ্যাম্পিয়ন ।

    এদিকে উল্লাসের উল্টো পিঠে হাহাকারের করুণ ধনি । আত্মঘাতী গোলের তাল সামলানো যেন কঠিন হয়ে গেছে আর্জেন্টিনিয়দের । এখন শুধু আগামী কোপাকাবানার জন্য অপেক্ষা ।

    এবারে টেনিস

    ভারত সুন্দরী সানিয়া মির্জা যুক্তরাস্টের সিনসিনাটি ওপেনে গত দুবারই বিদায় নিয়েছিলেন কোয়ার্টার ফাইনাল থেকে । এবার সেমিফাইনালে উঠলেও এখান থেকেই বিদায় নিতে হয় কি না সে ভয়ও ছিল । হলোও তাই । শীর্ষ বাছাই ও বিশ্বের ৮ নম্বর রাশিয়ার আনা চাকভেতাজের কাছে ২-৬, ৭-৫ ও ৩-৬ গেমে হেরে বিদায় নিলেন টুর্নামেন্ট থেকে ।

    ফাহনালে সপ্তম বাছাই জাপানের আকিকো মরিগামির মুখোমুখি হচ্ছেন রাশিয়ার আনা চাকভেতাজ ।