v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-24 19:44:47    
সি আর আই এর বাংলা অনুষ্ঠান আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয়

cri
    নওযাবগন্জ জেলার শ্রোতা এম. জি. থারুক খান রাজ তাঁর চিঠিতে লিখেছেন, সি আর আই এর বাংলা অনুষ্ঠান আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয়। কারণ এখন আমরা সি আর আই এর বাংলা অনুষ্ঠান তিনবার শুনতে পাই। আমাদের ক্লাবের সদস্যরা বিভিন্ন পেশায় কর্মরত। সুতরাং যখন কেউ কেউ সন্ধ্যার অনুষ্ঠান শুনতে না পারে তখন তারা পরের দিনের সকাল ৮টার অনুষ্ঠান শুনবে।আমাদের ক্লাবের সকলেই সি আর আইএর বাংলা অনুষ্ঠান পছন্দ করে। বাংলা অনুষ্ঠানের মান আরও উন্নত হবে আমাদের বিশ্বাস। প্রিয় বন্ধু, ধন্যবাদ। আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের সহযোগিতা ও পরামর্শ ছাড়া আমাদের অনুষ্ঠান উন্নত হওয়া অসম্ভব। আশা করি, আগের মত ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন। কোন মতামত ও প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে চিঠি লিখে জানাবেন।

    রাজশাহী জেলার শ্রোতা মো: মিঠুন উদ্দিন তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নতুন শ্রোতা। গত ৬ মাস আগে আমি আপনাদের অনুষ্ঠান শুনতে শুরু করেছি। আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠান বেশ পছন্দ করি। বিশেষ করে সংবাদ, মিতালী, মুখোমুখি, স্বরলিপি অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। আপনরা সকালে যে অনুষ্ঠান প্রচার করেন সেই অনুষ্ঠানের সব কিছু ঠিক রেখে যদি সংবাদ টুকু নতুন করে প্রচার করতেন, তাহলে আমার মনে হয় সকল শ্রোতার কাছে সেই সংবাদটুকু ভাল লাগবে। প্রিয় বন্ধু, আপনার এই পরামর্শ আমরা বিবেচনা করবো। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতা বন্ধুদের ভাল ভাল প্রস্তাব ও পরামর্শ খুবই দরকার। আশা করি, নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। কোন মতামত ও পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    ময়মনসিংহ জেলার শ্রোতা নেয়ামুল হক মন্ডল তাঁর চিঠিতে লিখেছেন, আমাদের ক্লাবের সদস্যরা নিয়মিত সি আর আইয়ের বাংলা অনুষ্ঠান শ্রবন করছি এবং সেই সঙ্গে অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে চিঠিও পাঠাচ্ছি। অনুষ্ঠানসম্পর্কে আমার মতামত হল, এক, শুধুমাত্র শ্রোতাদের সাক্ষাতকার ভিত্তিক একটি অনুষ্ঠান চালু করুন, দুই বিশ্ব সংবাদে বাংলাদেশ ও ভারতের শেয়ার বাজার, খেলাধুলা ও আবহাওয়ার সংবাদ প্রচার করুন এবং তিন, শ্রোতাদের প্রতিটি চিঠির বিষয়বস্তু ও মতামতকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে প্রচার করুন। প্রিয় বন্ধু, ধন্যবাদ আপনি এতগুলো পরামর্শ দেওয়ার জন্যে। আমরা আপনার এ তিনটি মতামত নিয়ে আলোচনা করবো। যখন আমাদের অনুষ্ঠান পুনরায় পরিবর্তন করা হবে তখন আপনার পরামর্শ গ্রহণের সম্ভাবনা আছে। আপনি আমাদের এক জন পুরাতন শ্রোতা। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন। আরও মতামত ও পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    দিনাজপুর জেলার শ্রোতা গোলাম রসুল তাঁর চিঠিতে লিখেছেন, সি আর আই বিশ্বের শ্রেষ্ঠ প্রচার মাধ্যমগুলোর অন্যতম। যার লক্ষ লক্ষ শ্রোতা বাংলাদেশ ও পশ্চিম বঙ্গ ছাড়াও সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। সি আর আইএর বাংলা অনুষ্ঠান আমার প্রিয়। বিশেষ করে প্রত্যেক বুধবারের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি এবং প্রত্যেক শনিবারের বিশেষ অনু্ষ্ঠান মিতালী। ভবিষ্যেত সি আর আই এর বাংলা অনু্ষ্ঠান আরও উন্নত হবে বলে আমার বিশ্বাস। প্রিয় বন্ধু্ ধন্যবাদ। আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা। আশা করি আগের মত ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান শুনবেন। আপনার মত শ্রোতা পেয়ে আমারা খুব খুশী। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং পরামর্শ দিবেন।

    বগুড়া জেলার শ্রোতা ওমর ফারুক তাঁর চিঠিতে লিখেছেন, আমি আজকের খবর ও প্রতিবেদন খুব ভালভাবে মন দিয়ে উপভোগ করলাম। চীন হচ্ছে বিশ্বের উন্নয়নশীল দেশসমুহের মধ্যে উন্নতম। আর চীনাদের অর্থনীতির গতি অনেক উন্নত, যার ফলে চীনা অর্থনীতি সম্বন্ধে জানার প্রবল আগ্রহ সবারই, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। এই জন্য সি আর আই এর বাংলা বিভাগ শুরু করেছে অর্থনীতির অগ্রযাত্রা যা আমাদের খুব পছন্দ। আমার মনে হয় অন্য শ্রোতারাও তা বেশ পছন্দ করে। একই দিনের অনুষ্ঠান ' চলুন বেড়িয়ে আসি' আমার খুব পছন্দ। কারণ এর মাধ্যমে চীন সফর করতে পারছি প্রতি সপ্তাহে। আসলে এটাকে আমি সফরই বলব। প্রতিবেদন যেভাবে তৈরী করা হয় তাতে সেই স্থান বা শহর সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে পারছি, যা চোখের সমনে ছবির মত ভেসে উঠে। ধন্যবাদ আপনাকে এই চিঠি লেখার জন্য। আপনি তো আমাদের একজন ভক্ত শ্রোতা। প্রতি মাসেই আপনার কাছ থেকে কয়েকটি চিঠি পেয়ে থাকি। আপনার চিঠিতে বোঝা যায় যে আমাদের বাংলা অনু্ষ্ঠানের প্রতি আপনার ভালবাসা কত গভীর । আশা করি, নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনার মত শ্রোতার মতামত ও পরামর্শ খুব গুরুত্বপূর্ণ।

    ভোলা জেলার শ্রোতা ইসলাম বিপ্লব তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। দীর্ঘদিন ধরে আমি আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। সি আর আইএর বাংলা অনুষ্ঠান আমার খুব প্রিয়। দিনের বেলায় আমি সব সময় ব্যস্ত থাকি। সন্ধ্যার পর বাইরে থেকে বাসায় ফিরে একটু বিশ্রাম নেয়ার পর আপনাদের অনুষ্ঠান শুনতে শুরু করি। এটা হল আমার রোজকারকাজ। এখন সি আর আই এর বাংলা অনু্ষ্ঠান আমার প্রিয় সঙ্গী হয়েছে। আমি আশা করি, সি আর আইএর বাংলা অনুষ্ঠিন দিন দিন উন্নত হবে। প্রিয় বন্ধু, আমাদের বাংলা অনুষ্ঠার শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মত একজন শ্রোতা পেয়ে আমরা খুব আনন্দিত। আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আমরা অবশ্যই যথাসাধ্য প্রচেষ্টা চালাবো। আশা করি, নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠানের জন্যে কোন মতামত ও প্রস্তাব থাকলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন। আপনাদের মতামত ও পরামর্শ পেলে আমরা খুব খুশী হই।

    সিলেট জেলার মো: সাহাডাট সাহাদাত তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা । গত ১২ বছর ধরে আমি আপনাদের অনুষ্ঠান শুনে আসছি।বতমার্নে আপনাদের অনুষ্ঠান অনেক উন্নত হয়েছে। অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে বাংলা বিভাগের সকল কর্মী যে চেষ্টা করেছেন তার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হল প্রত্যেক শনিবারের মিতালী। এই অনুষ্ঠান সত্যিই আমাদের আপনাদের জন্যে তৈরী হয়েছে। আমার বিশ্বাস ,ভবিষ্যতে সি আর আই এর বাংলা অনুষ্ঠান আরও উন্নত হবে। প্রিয় বন্ধু, ধন্যবাদ। আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা। আমরা মাঝে মাঝে আপনার চিঠি পেয়ে থাকি। আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনি চিঠিতে মাঝে মাঝে পরামর্শ দিয়ে থাকেন। এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনার মত শ্রোতার পরামর্শ খুব দরকার।

    পাবনা জেলার শ্রোতা রোতনু জ্জামান রোকনু তাঁর চিঠিতে লিখেছেন, আমি একজন ছাত্র। সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নতুন শ্রোতা। পড়াশুনার ফাঁকে ফাঁকে আমি আপনাদের অনুষ্ঠান শুনি। খুব ভাল লাগে। প্রত্যেক বুধবারের মুখোমুখি ও প্রত্যেক শনিবারের মিতালী আমার কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। প্রিয় বন্ধু, আপনার মতো নতুন শ্রোতা পেয়ে আমরা খুব আনন্দিত। আশা করি, আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগকরবেন।