ইরাকী পুলিশ ২৪ জুলাই জানিয়েছে, এদিন দক্ষিণ ইরাকের হিল্লা শহরে একটি আত্মঘাতী গাড়ী বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে ২২জন নিহত এবং ৬৬জন আহত হয়েছে।
জানা গেছে, স্থানীয় সময় সকাল নয়টায় এক আত্মঘাতী শহরের কেন্দ্র স্থলে অবস্থিত শিশু , স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা হাস্পাতালের সামনে বোমা বিস্ফোরণ ঘটায়। এর পাশাপাশি হাস্পাতাল ও কাছাকাছি স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।
পুলিশ বলেছেন, বর্তমানে আহতদের অবস্থা আশংকাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
|