দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ্ মো হিউন ২৪ জুলাই সরকার ও নাগরিকদের উদ্দেশ্যে আফগানিস্তানে দক্ষিণ কোরিয় নাগরিকদের অপহরণ ঘটনা মোকাবিলায় শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
একই দিন প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রীয় বিষয়ক এক অধিবেশনে রোহ্ মো হিউন বলেছেন, এখন জিম্মিদের উদ্ধারের ভবিষ্যত সম্ভাবনার দিক যুক্তিহীনভাবে আশাবাদী হওয়ার মত না হলেও হতাশ হওয়ার সময়ও হয় নি। তিনি বলেছেন, জিম্মি উদ্ধারের জন্য সরকার সক্রিয় প্রয়াস চালিয়ে যাচ্ছে। এর চূড়ান্ত লক্ষ্য হচ্ছে অপহৃতরা যাতে নিরাপদে মুক্তি পেতে পারে।
রোহ্ মো হিউন আরো বলেছেন, বিশেষ সময়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও অপহৃতদের আত্মীয়স্বজন এবং সকল জনগণকে ঠান্ডা মাথায় জিম্মি ঘটনার মোকাবেলা করা উচিত। (ইয়ু কুয়াং ইউয়ে)
|