২৪ জুলাই যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ইরাকের নিরাপত্তা বিষয়ক দ্বিতীয় রাষ্ট্রদূত পর্যায়ের বৈঠক বাগদাদের প্রধানমন্ত্রী ভবনে অনুষ্ঠিত হয়েছে । এবার হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার ২৭ বছর পর দু'পক্ষের দ্বিতীয় বৈঠক ।
ইরাকে মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার এবং ইরাকে ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমি কোমি'র মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় । ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি বৈঠকে উপস্থিত ছিলেন ।
২৪ জুলাই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ মোহাম্মদ আলি হোসেইনি তেহরানে বলেছেন, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের সন্দেহ এবারের ইরাক নিরাপত্তা বিষয়ক বৈঠকেও কোনো সহায়ক হবে না । তিনি বলেছেন, ইরান মনে করে ,বর্তমানে ইরাকের নিরাপত্তা সংকট সমাধানের সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাস্তবিকভাবে ইরাকী জনগণের স্বাধীনতাকে সম্মান করা এবং ইরাকের ভবিষ্যত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ইরাকী জনগণ ও সরকারকে ফিরিয়ে দেয়া ।
(ছাও ইয়ান হুয়া)
|