ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনী ব্লেয়ার ২৩ জুলাই ফিলিস্তিন ও ইসরাইলে সফর শুরু করেছেন। এটি হচ্ছে তাঁর মধ্য প্রাচ্য সমস্যা সংক্রান্ত বিশেষ দূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সফর।
এদিন তিনি ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী জিপি লিভনি, প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক এবং উপপ্রধানমন্ত্রী হায়িম রামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। একই সঙ্গে তিনি পৃথক পৃথকভাবে ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ইসরাইল ও ফিলিস্তিনের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
ব্লেয়ারের একজন মুখপাত্র বলেছেন, এটি শুধু তার প্রাথমিক সফর। ব্লেয়ার ইসরাইল ও ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের অভিমত নিয়ে তার ভবিষ্যতের দায়িত্ব শেষ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
|