v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-24 18:31:22    
বৈদেশিক পূঁজি বিনিয়োজিত বীমা কোম্পানিচীনে দ্রুত বিকাশ লাভ করে

cri
    চলতি বছরের প্রথমার্ধে চীনের বীমা বাজারে বৈদেশিক পূঁজি বিনিয়োজিত বীমা কোম্পানি অব্যাহতভাবে স্থিতিশীল ও দ্রুত বিকাশ লাভ করছে । এক নতুনতম পরিসংখ্যান থেকে জানা গেছে , বর্তমানে মোট ৪৫টি বৈদেশিক পূঁজি বিনিয়োজিত বীমা কোম্পানি চীনে প্রায় ১৩০টি ব্যবসায়ী সংস্থা প্রতিষ্ঠা করেছে । চীনের বীমা বাজারে বৈদেশিক পূঁজিবিনিয়োজিত বীমা কোম্পানির কোটা ৬ বছর আগে অর্থাত বিশ্ববাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্ত হওয়ার আগের তুলনায় এখন তিনগুণ বেশি । এর পাশাপাশি বিদেশে চীনের বীমা কোম্পানির অর্থবিনিয়োগের উন্নয়ন অবিরাম দ্রুত হয়েছে ।

    চীনের বীমা তদারকী কমিটির চেয়ারম্যানের সহকারী ইউয়ান লি ২৪ জুলাই পেইচিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন , বিগত কয়েক বছরে চীনের বীমাশিল্প প্রতি বছর ১৭ শতাংশ হারে বেড়ে চীনের জাতীয় অর্থনীতিতে সবচেয়ে দ্রুতপ্রবৃদ্ধির অন্যতম শিল্পে পরিণত হয়েছে । চীনের বীমা কোম্পানিতে বহু বৈদেশিক পূঁজি বিনিয়োগ চীনের বীমা শিল্পের দ্রুত বিকাশের একটি কারণ ।

    চীনের বীমা বাজারের দ্রুত বিকাশের পটভূমিতে চীনে বৈদেশিক পূঁজি বিনিয়োজিত বীমা কোম্পানিগুলোরঅব্যাহতভাবে দ্রুত বিকাশের প্রবণতা বজায় রয়েছে । এ বছরের প্রথমার্ধে বীমা তদারকী কমিটির অনুমোদনে প্রতিষ্ঠিত ৮টি বীমা কোম্পানির মধ্যে তিনটি হল বৈদেশিক পূঁজি বিনিয়োজিত বীমা কোম্পানি । বৈদেশিক পূঁজি বিনিয়োজিত বীমা কোম্পানিগুলোর আয়ও বিপুল পরিমানে বেড়ে যাচ্ছে। চীনের বীমা বাজারে প্রাথমিকভাবে রাষ্ট্রায়াত্ত মালিকানা শেয়ার গ্রুপ কোম্পানি , লিমিটিড কোম্পানি এবং বৈদেশিক পূঁজি বিনিয়োজিত বীমা কোম্পানি সহ বিবিধ মালিকানা ও এর সুষম প্রতিদ্বন্দ্বীতাএবং যৌথ উন্নয়নের এক নতুন ছাঁচ গড়ে তুলেছে । এ সম্পর্কেইউয়ান লি বলেছেন , এ বছরের জুন মাসের শেষ নাগাদ চীনে মোট ১৫টি দেশ ও অঞ্চলের ৪৫টি বীমা কোম্পানির ১২৮টি ব্যবসায়ী সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে । জানুয়ারী থেকে জুন পর্যন্ত বৈদেশিক পূঁজিবিনিয়োজিত বীমাকোম্পানিগুলোর আয় ১৬ বিলিয়ন রেনমিনপিতে দাঁড়িয়েছে । বাজারে তার কোটা ৪.৩৮ শতাংশে দাঁড়িয়েছে ।

    জানা গেছে , এখন পেইচিং, সাংহাই , কুয়াংতুংসহ বিভিন্ন শিল্পোন্নত এলাকার বীমা বাজারে বৈদেশিক পূঁজিবিনিয়োজিত কোম্পানির কোটা ১০ শতাংশ ছাড়িয়েছে । চীনের বীমা তদারকী কমিটির একজন কর্মকর্তা এর আগে বলেছিলেন , চীন আব্যাহতভাবে বীমাশিল্পকে উন্মুক্ত করবে । বার্ধক্য, স্বাস্থ্যরক্ষা এবং কৃষি ক্ষেত্রের বীমা সহ বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক পূঁজিবিনিয়োজিত কোম্পানিকে উত্সাহিত করবে এবং বৈদেশিক পূঁজিবিনিয়োজিত কোম্পানিকে মধ্য ও পশ্চিম চীনে সংস্থা প্রতিষ্ঠা করতে এবং বীমার কাজ চালাতে সহায়তা দেবে।

    মিঃ ইউয়ান লি বলেছেন ,এবছরের প্র্রথমার্ধে চীনের বীমা শিল্পের সংস্কার গভীরতর হয়েছে । বীমার আবৃতির হার সম্প্রসারিত হয়েছে । পরিসেবার মান ও ঝূঁকি মোকাবেলার ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে । বীমা বাজার স্থিতিশীল ও দ্রুত বিকাশ লাভ করেছে । আঞ্চলিক উন্নয়ন আরও সমন্বিত হয়েছে এবং বীমা তদারকীর কার্যকরীতা জোরদার হয়েছে ।

    বর্তমানে চীনের বীমা শিল্প সম্পদেরমোট মূল্য ২ ট্রিলিয়ন৫০০ বিলিয়ন রেনমিনপি ছাড়িয়েছে । গোটা দেশের বীমা আয়ের বার্ষিক বৃদ্ধি জিডিপির বৃদ্ধিকেও ছাড়িয়েছে । এ সম্পর্কে মিঃ ইউয়ান লি বলেছেন , এ বছরের জুন মাস নাগাদ বীমা কোম্পানির পূঁজির বৈদেশিক পূঁজিবিনিয়োগের অবশিষ্টাংশইপ্রায় ২০ বিলিয়ন রেনমিনপি ছিল ।

    জানা গেছে , প্রকাশিতব্য চীনের " বিদেশে বীমা পূঁজিবিনিয়োগ তদারকী পদ্ধতি"তে বিদেশে বীমা পূঁজি বিনিয়োগের শর্ত আরও শিথিল করা হবে , বীমা সংস্থাকে রেনমিনপি দিয়ে বৈদেশিক মুদ্রা কিনে বিদেশে পূঁজি বিনিয়োগেঅনুমোদন দেয়া হবে এবং পূঁজি বিনিয়োগের আওতাও সম্প্রসারিত হবে ।