.jpg)
উদ্ধারকর্মীরা দুর্ঘটনা স্থানে নিহতদের মৃতদেহ সংগ্রহ করেন
২৩ জুলাই বিকালে ব্রাজিলের টি এ এম বিমান কোম্পানি ১৭ জুলাই সংঘটিত বিমান দুর্ঘটনায় নিহতদের নামের তালিকা পুনরায় সংশোধন করেছে। এখন নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯তে।
টি এ এম কোম্পানির বিমানে ১৮৭ জন এবং ভূমিতে ১২ জন নিহত হয়েছে বলে তারা স্বীকার করেছে। কোম্পানি ব্যাখ্যা করেছে যে, নিহতদের নতুন নামের তালিকায় ২২ বছর বয়সী একজন ট্যাক্সি ড্রাইভার যোগ হয়েছে। বিমান দুর্ঘটনার সময় তিনি জ্বালানি তেল কেন্দ্রের পাশে ছিলেন। উদ্ধার কাজের সময় পুলিশ ট্যাক্সির ধ্বংসাবশেষ ও কিছু ধূসর প্রমান পত্র খুঁজে পেয়েছে।
ব্রাজিলের টি এ এম বিমান কোম্পানির একটি এ-৩২০ যাত্রীবাহী বিমান ১৭ জুলাই সানপাওলোর কোনগোনহাস বিমান বন্দরে অবতরণের সময় দুর্ঘটনা ঘটে। বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে আশেপাশের জ্বালানি তেল ডিপো ও গুদামের সঙ্গে ধাক্কা লাগলে তাতে আগুন ধরে যায়। ব্রাজিলের ইতিহাসে এবারের বিমান দুর্ঘটনায় নিহতদের সংখ্যা সবচেয়ে বেশি। (ইয়ু কুয়াং ইউয়ে)
|