**অলিম্পিক গেমসের স্টেডিয়ামগুলোর নিমার্তাদের কাজকর্ম সম্পর্কিত আলোকচিত্র প্রদশর্নী পেইচিংয়ে শুরু
এখন থেকে ২০০৮ সালের অলিম্পিক গেমস আরো চার শ' দিন বাকী আছে । এ উপলক্ষে অলিম্পিক গেমসের স্টেডিয়ামগুলোর নিমার্তাদের কাজকর্ম সম্পর্কিত একটি আলোকচিত্র প্রদশর্নী ৪ঠা জুলাই পেইচিংয়ের চারুকলা গ্যালারীতে শুরু হয়েছে ।
জানা গেছে ২০০৬ সাল থেকেই প্রদশর্নীর আলোকচিত্র সংগ্রহের কাজ শুরু হয় । গত এক বছরে আলোকচিত্র শিল্পীরা ও অনুরাগীরা স্টেডিয়াম নিমার্ন স্থলে হাজার হাজার ছবি তুলেছেন । প্রদশর্নীর সাংগঠনিক কমিটি প্রায় দশ হাজার ছবির মধ্যে দেড় শ ছবি বেছে নিয়ে প্রদশর্নের ব্যবস্থা করেছে । এই সব ছবিতে স্টেডিয়ামগুলো নিমার্নের বিভিন্ন পর্যায়ের দৃশ্য তুলে ধরা হয়েছে । 1 2
|