জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ২৩ জুলাই এক বিবৃতিতে আফগানিস্তানের সাবেক রাজা মোহাম্মদ জহির শাহ'র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে মোহাম্মদ জহির শাহ' তার সারা জীবন ধরেই আফগানিস্তানের উন্নয়নে অবদান রেখেছেন বলে সে বিষয়টিকে গভীরভাবে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, জহিরের সহায়তায় ১৯৬৪ সালে আফগানিস্তানের নতুন সংবিধান লেখা হয়। এ সংবিধান আফগানিস্তানের জনগণের ধৈর্য-ধারণের মনোবৃত্তি , রাষ্ট্রীয় ধর্ম ইস লাম এবং আধুনিক রাজনৈতিক চেতনার সঙ্গে সম্পর্কিত থেকে একটি দৃষ্টান্ত হিসেবে ভূমিকা পালন করেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ২০০২ সালে শাহর পুনরায় আফগানিস্তানে ফিরে আসার পর, তাঁর সাহায্যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। এর ফলে জাতীয় সংহতি ত্বরান্বিত হয় । ২০০৪ সালে তিনি রাজতন্ত্র বাতিল করে একটি প্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠায় সহায়তা দিয়েছেন। আফগানিস্তানের শান্তি ও উন্নয়নে ব্যাপক অবদানের জন্য তাঁর নাম মানুষ চিরদিন মনে রাখবে।
|