২৪ জুলাই , দেশি-বিদেশী ৪০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান , সংস্থা এবং দয়ালু ব্যক্তিগণ চীনের দারিদ্র্য বিমোচন তহবিল " নতুন মহাপ্রাচীর" সংক্রান্ত প্রকল্পকে মোট ২ কোটি ইউয়ান সাহায্য দিয়েছে। এ সব অর্থ দরিদ্র ছাত্রছাত্রীদের লেখাপড়া শেষ করার কাজে ব্যয় করা হবে।
চীনের দারিদ্র্য বিমোচন তহবিল " নতুন মহাপ্রাচীর" সংক্রান্ত প্রকল্পের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সামাজিক বিভিন্ন মহলকে চীনের দরিদ্র ছাত্রছাত্রীদের সাহায্য করার আহ্বান জানানো। এ প্রকল্প ২০০২ সালে চালু হওয়ার পর, চীনের দরিদ্র ছাত্রছাত্রীকে মোট ১২ কোটি ইউয়ান সাহায্য করেছে। সাহায্যপ্রাপ্ত দরিদ্র ছাত্রছাত্রীরসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজারে ।
|