v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-24 16:53:55    
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী শিল্পী খুরশীদ আলমের একক চারুকলা প্রদর্শনী

cri

    যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী শিল্পী খুরশীদ আলম সেলিমের আপনারা অবশ্যই পরিচিত হয়েছেন । হ্যাঁ, গতমাসে তাঁর একক চারুকলা প্রদর্শনী চীনে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয় । পরে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় এ তথ্য জানার পর ১৮ জুলাই থেকে পুনরায় শিল্পী সেলিমের একক চারুকলা প্রদর্শনীর আয়োজন করে । চলুন তাহলে আমরা একসাথে প্রদর্শনীতে যাবো ।

আপনারা শুনতে পাচ্ছেন পেইচিং ক্যাপিটল লাইব্রেরিতে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান । চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের বৈদেশিক যোগাযোগ বিভাগের কর্মকর্তারা, চীনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা, চীন আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তি এবং বিভিন্ন মহলের দর্শকরা প্রদর্শনীতে অংশ নিয়েছেন ।

আসলে এ প্রদর্শনীটি হল চীন সরকারের উদ্যোগে এবং চীনে বাংলাদেশ দূতাবাস ও চীন আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রের সহায়তায় চীনে আয়োজিত বাংলাদেশী শিল্পীর প্রথম একক প্রদর্শনী । কেন জনাব সালিমের প্রদর্শনীর আয়োজন করা হল ? এ সম্পর্কে চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের বৈদেশিক যোগাযোগ বিভাগের কাউসেলার ছে চাও হো বলেছেন, সেলিম বাংলাদেশ ও আমেরিকার একজন বিখ্যাত ও জনপ্রিয় শিল্পী । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিডিউট থেকে গ্রাজুয়েশন করার পর নিউইয়র্কে গিয়ে নিজের চারুকলা শিল্প উন্নত করেন । তাঁর ছবিতে পাশ্চাত্য চারুকলা শিল্পের বৈশিষ্ট্য থাকার পাশাপাশি বাংলাদেশী কারুকলার বিশেষ বৈশিষ্ট্যও রয়েছে । এ কারণে আমরা বাংলাদেশী চারুকলার সঙ্গে চীনা নাগরিকদের পরিচয় করিয়ে দেয়ার জন্য এ প্রদর্শনীর আয়োজন করেছি । আশা করি প্রদর্শনীর মাধ্যমে চীন ও বাংলাদেশের মৈত্রী আরো গভীরতর এবং দু'দেশের সমঝোতা আরো বাড়বে।

    চীনে বাংলাদেশ দূতাবাস এবারের প্রদর্শনীর আয়োজনের জন্য অনেক সহায়তা দিয়েছে । এ সম্পর্কে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফাইয়াজ মুর্শিদ কাজি বলেছেন, এবারের প্রদর্শনীর অন্যতম আয়োজক প্রতিষ্ঠান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রের উপ-পরিচালক চারুকলা শিল্পী ওয়ান চি ইউয়ান সেলিমের চিত্রকর্ম সম্পর্কে বলেছেন, আমি মনে করি , সেলিম হলেন এমন একজন চিত্রকর্ম শিল্পী যিনি বিমূর্ত ছবি আঁকেন । তিনি নিজের চোখ ও মনের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের ছবি আঁকেন এবং তাঁর জীবনের অভিজ্ঞতার ভিত্তিও চিত্রকর্মে বাংলাদেশের বৈশিষ্ট্য তুলে ধরেন । প্রত্যেক লোক নিজের ইমেজ অনুযায়ী তাঁর ইম্যাজিন চিত্রকর্ম উপভোগ করেন । আমার মনে হয়, ভিন্ন লোকের একই চিত্রকর্ম দেখার পর ভিন্ন ভিন্ন মন্তব্য থাকে ।


1 2