v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-23 22:22:07    
চীনের হোনান প্রদেশের লোকসংগীত(ছবি)

cri

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের সুরের ভুবন আসরটি শুনছেন। আমি আপনাদের বন্ধু ---। আজকের অনুষ্ঠানে আমি মধ্য চীনের হোনান প্রদেশের লোকসংগীত শুনাবো। প্রথমে শুনুন "ফুলের ঝুড়ি বিনুনি করা" নামে গানটি শুনুন।

    (রেকর্ডিং--- ফুলের ঝুড়ি বিনুনি করা)

    এটি হচ্ছে হোনান প্রদেশের একটি ব্যাপক জনপ্রিয় লোকসংগীত। গানের কমনীয় সুরের মধ্য দিয়ে পাহাড়ে পিয়নি ফুল তোলার মেয়েদের আনন্দময় হাবভাব যথাযথভাবে প্রতিফলিত হয়েছে। গানটি শুনে সুন্দর দৃশ্যসম্পন্ন পাহাড়ী অঞ্চলে মন চলে যায়। গানের কথা এমন, "ফুলের ঝুড়ি বিনুনি করে একটি ফুলের ঝুড়ি নিয়ে দক্ষিণ পাহাড়ে উঠে। দক্ষিণ পাহাড় সম্পূর্ণ লাল পিয়নি ফুলে ভরা। পিয়নি ফুল তুলতে তুলতে একটি ঝুড়ি ভরে যায়। পিয়নি ফুল এত সুন্দর, মেয়েরা দেখলে খুব পছন্দ করেন।"

    হোনান প্রদেশ চীনের মধ্যাঞ্চলে অবস্থিত। এ যায়গাটি হচ্ছে চীনের সভ্যতার অন্যতম উত্স স্থান। একে বিশ্বের সাংস্কৃতিক উত্তরাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হোনানের আনইয়াং নামে এক শহরে ইনসু নামে এক জায়গা রয়েছে। সেখান থেকে তিন হাজার বছর আগেকার অনেক গুরুত্বপূর্ণ পুরাকীর্তি আবিষ্কার করা হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কচ্ছপের খোলসের ওপর লেখা প্রাচীন চীনা ভাষা। হোনান প্রদেশের অধিকাংশ জায়গা হচ্ছে সমতল এবং চীনের সবচেয়ে আগেকার আবাদী জমি এলাকা। এখন পর্যন্ত হোনান হচ্ছে চীনের সবচেয়ে জনবহুল প্রদেশ। প্রাচীনকাল থেকে এখানে বহু মনোরম লোকসংগীত , যেমন শ্রম গান, পাহাড়ী গান, লোকনৃত্যের গানসহ নানা লোকসংগীত রয়েছে। এখন "কনের সিড্যান চেয়ার দরজার সামনে এসেছে" নামে হোনান প্রদেশের এক লোকসংগীত শুনুন।

     (রেকর্ডিং --- কনের সিড্যান চেয়ার দরজার সামনে এসেছে)

    এটি হচ্ছে একটি আনন্দময় গান। গানে একজন কনের বিয়ে অনুষ্ঠানে সিড্যান চেয়ারে ওঠার সময় মনের আনন্দ বর্ণনা করা হয়েছে। গানের কথা এমন, "কনের সিড্যান চেয়ার দরজার সামনে এসে পৌঁছেছে। বিয়ের পটকা পর পর ফাটানো হয়েছে । কনে সুন্দর করে সাজিয়ে লাল রংয়ের নতুন কাপড় পরেছে। তাঁর জুতার ওপর চীনা পাতিহাঁসের নকশা তোলা হয়েছে। বাইরের দরজার ওপরে ফুল দিয়ে সাজানো হয়েছে। দ্বিতীয় দরজার ভিতরে লাল রংয়ের কারপেট লাগানো হয়েছে। কনে ও বর বিয়ের অনুষ্ঠানে আছে। "

    দশম শতাব্দীর পর হোনান অঞ্চলের অপেরার অপেক্ষাকৃতভাবে দ্রুত উন্নতি হয়েছে। ফলে জনসাধারণের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোও অপেরার স্থলাভিষিক্ত হয়েছে।

    (রেকর্ডিং --- বসন্তকালীণ ভ্রমণ)

    এখন আপনারা "বসন্তকালীন ভ্রমণ" নামে একটি হোনানের লোকসংগীত শুনছেন। গানটিতে হালকা সুরের মধ্য দিয়ে দু'বোনের মার্চ মাসে বাইরে গিয়ে বসন্তকাল উপভোগ করার আনন্দ প্রতিফলিত হয়েছে। গানের কথা এমনি, "মার্চ মাসের এক রোদ-ঝলমল দিনে দুই বোন নতুন কাপড় পরে গ্রামের বাইরে বেড়াতে যান। ছোট নদী সবুজ পাড়ারকে ঘিরে বেড়ায়। বন্য ফুল নদীর তীরে ফুটে। গাছের পাতা বাতাসের সঙ্গে নড়ে। ফলের ফলফুলগুলো আরো সুন্দর। দুই বোন সারা দিন বাইরে খেলতে খেলতে আর বাসায় ফিরে যেতে ইচ্ছে হয় না।"

    হোনান অঞ্চলের তিনটি লোকসংগীত শুনার পর আপনারা এখানকার লোকসংগীতের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু ধারণা পেয়েছেন। এবার আমি হোনানের কিছু বিখ্যাত ঐতিহাসিক স্থানের পরিচয় দেবো।

    হোনানের সুদীর্ঘ ইতিহাস আছে বলে সেখানে বিপুল পরিমাণ সাংস্কৃতিক ও প্রাকৃতিক স্থান, যেমন ইন সংস্কৃতির ধ্বংসাবশেষ, শাও লি মন্দির, লোংমেন গুহা ইত্যাদি। এর মধ্যে লোইয়াং শহরের দক্ষিণ দিকে অবস্থিত লোংমেন গুহা হচ্ছে চীনের চারটি সবচেয়ে নাম করা গুহার মধ্যে অন্যতম। ২০০০ সালের নভেম্বর মাসে ইউনেস্কো লোমেন গুহাকে "বিশ্বের উত্তরাধিকারের তালিকায়" অন্তর্ভুক্ত করে। পঞ্চম শতাব্দীর শেষ দিকে লোংমেন গুহার নির্মাণ কাজ শুরু হয়। ৫০০ বছর সময় ধরে এক কিলোমিটার দৈর্ঘ্যের দশ হাজার দেবতার মুর্তি সমেত গুহা নির্মিত হয়। গুহার ভিতরে নানা ধরনের ভাস্কর্যের কাজ রয়েছে। এখন লোংমেন গুহার আশেপাশে সবুজ পাহাড় ও নদনদী আছে বলে সেখানকার প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। এখানের দৃশ্য চীনের বিখ্যাত দৃশ্যাবলীর মধ্যে অন্যতম। প্রতি বছর অনেক দেশি-বিদেশী পর্যটক এখানে আসেন।

    (রেকর্ডিং--- ফুল সম্পর্কিত প্রশ্ন)

    এখন আপনারা "ফুল সম্পর্কিত প্রশ্ন" নামে গানটি শুনছেন। ফুল দিয়ে প্রশ্ন ও উত্তর করা হচ্ছে উত্তর চীনের জনসাধারণের এক রকম বিনোদনের সুর। গায়ক ও গায়িকা ফুল দিয়ে নানান প্রশ্ন ও চালাকী উত্তরের মাধ্যমে বুদ্ধি প্রতিযোগিতা করেন, জ্ঞান সম্প্রসারণ করেন এবং বিনোদন করেন। আমরা একসাথে "ফুল সম্পর্কিত প্রশ্ন" গানটি শুনি।

 শাওলিন মন্দির

    শাওলিন মন্দির হচ্ছে হোনানের তেংফাং শহরের পশ্চিম দিকে অবস্থিত চীনের একটি বিখ্যাত বৌদ্ধ মন্দির এবং শাওলিন কুংফুর উত্স স্থান। ১৯৮২ সালে "শাওলিন মন্দির" নামে চলচ্চিত্রের কারণে শাও লিন মন্দির ও শাওলিন কুংফু সারা বিশ্বে সুনাম ছড়িয়েছে। যারা চীনের কুংফুকে পছন্দ করেন, হোনান আসলে অবশ্যই শাও লিন মন্দিরে গিয়ে দেখতে হবে।

    (রেকর্ডিং --- একটি জেসমিন ফুল)

    এখন আপনারা "একটি জেসমিন ফুল" নামে হোনানের একটি লোকসংগীত শুনছেন। "জেসমিন ফুল" হচ্ছে চীনের অনেক অঞ্চলের লোকসংগীতের এক অভিন্ন বিষয়। বিশেষ করে চিয়াংসু প্রদেশের লোকসংগীত "জেসমিন ফুল" সবচেয়ে বেশি প্রচলিত। এই গানের কথা এ রকম , "ভালো একটি জেসমিন ফুল, ফুল ফুটলে সবাই তাকে পছন্দ করে। একটি জেসমিন তুলে মাথার ওপর দিলে মেয়ে অত্যন্ত খুশি হবে।"

    শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আপনারা চীনের হোনান প্রদেশের কয়েকটি লোকসংগীত শুনলেন। আজকের সুরের ভুবন আসরটি এখানে শেষ করছি। অনুষ্ঠানটি শুনার জন্য সকল শ্রোতাবন্ধুদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন সবাই। আবার কথা হবে।