v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-23 21:05:16    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৭/২৩

cri

    ২০০৭ সালের ৭ জুলাই জার্মানীর চীনা ভাষার অনুরাগীরা খুব আনন্দ বোধ করেন। কারণ এদিন জার্মানীর নুরেনবার্গ এনলার্জেলের কনফুসিয়াস ইনস্টিটিউটে চীন দিবস সংক্রান্ত একটি কর্মসূচী উদযাপিত হয়েছে। চীনের নৃত্য, ঐতিহ্যবাহী চিকিত্সা ও চীনের শিল্পজাত দ্রব্য প্রদর্শিত হয়েছে। এবারের কর্মসূচীর প্রসঙ্গ ছিল "আমি ও চীন"। ২৩ জুলাই বিজ্ঞান বিচিত্রা আসরে লিলু এই কর্মসূচী সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেবেন।

    চীনের সি ছুয়ান প্রদেশের রাজধানী ছেন তু মূলভূভাগের দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থিত। তাইওয়ান থেকে ছেন তু শহরের দূরত্ব অনেক হলেও গত কয়েক বছর সি ছুয়ান প্রদেশের অর্থনীতির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে অধিক থেকে অধিকতর সংখ্যক তাইওয়ানবাসী এ প্রদেশের রাজধানী ছেন তুতে ব্যবসা করতে এসেছেন এবং সপরিবারে এখানে বসবাস করতে শুরু করেছেন। তারা ছেন তুকে নিজেদের দ্বিতীয় বাড়ি হিসেবে গ্রহণ করেছেন। যাতে তাইওয়ানবাসীরা ছেন তুতে আরো ভালোভাবে কাজ করতে এবং জীবনযাপন করতে পারেন। সেজন্যে ছেন তু সরকারের তাইওয়ান বিষয়ক কার্যালয় সবসময় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২৫ জুলাই সমাজ দর্পন আসরে শি চিং উ এ সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    শিনান জেলার স্যু চিয়া পা থানা হচ্ছে কুইচৌ প্রদেশের থু চিয়া জাতির রঙিন লন্ঠন অপেরার জন্মস্থান। ১৯৯৩ সালে প্রাদেশিক সংস্কৃতি বিভাগের উদ্যোগে এই থানাকে রঙিন লন্ঠন অপেরার থানা বলে আখ্যায়িত করা হয়েছে। থু চিয়া জাতির রঙিন লন্ঠন অপেরার শুরু ১০০০ বছরেরও বেশি আগে থাং রাজবংশের আমলে। থু চিয়া জাতির রঙিন লন্ঠন অপেরায় এ জাতির অধিবাসীদের স্বচ্ছলতা ওসুখী জীবনধারাকে ফুটিয়ে তোলা হয়। প্রাচীনকাল ধরে শি নান জেলার অধিবাসীরা রঙিন লন্ঠন অপেরার মাধ্যমে পূর্বপুরুষ ও দেবতার প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করতেন। ২৫ জুলাই ওরা অনন্য আসরে বৈশিষ্ট্যে ভরপুর রঙিন লন্ঠন অপেরা সম্পর্কে আপনাদের শোনানো হবে।

    কিছু দিন আগে দশম পেইচিং আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প মেলা শেষ হয়েছে। পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন অঞ্চলের প্রদর্শনী অনেক দর্শকদের আকর্ষণ করেছে। প্রতি বছরে একবার করে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পেইচিংয়ের অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন অঞ্চল নানা হাই-টেক পদ্ধতির মাধ্যমে পুঁজি বিনিয়োগকারীদের কাছে উন্নয়ন অঞ্চলের সাফল্য ও পুঁজি বিনিয়োগের প্রাধান্য দেখায়। তারা দেশি-বিদেশি নাম করা শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিনিময় ও সহযোগিতা করার চেষ্টা করে। ২৬ জুলাই অর্থনীতির অগ্রযাত্রা আসরে পেইচিং অর্থনৈতিক প্রযুক্তির উন্নয়ন অঞ্চল ও পেইচিংয়ের আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প মেলার সুসম্পর্ক প্রসঙ্গে একটি প্রতিবেদন শুনানো হবে।

    লিন চি অঞ্চল চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পূর্বাংশে অবস্থিত। সমুদ্র-সমতলের তুলনায় অনেক উঁচুতে এই অঞ্চল বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এই অঞ্চলে যেমন সাওসুরিয়া ইন্ভোলুক্রেটা রয়েছে। তেমনি কলা ও তাল গাছসহ বিবিধ আধা-গ্রীষ্মকালীন উদ্ভিদ ও ফসলও দেখা যায়। লু পা ও মেন পাসহ বিভিন্ন সংখ্যালঘু জাতি এই অঞ্চলে বসবাস করে। ভৌগলিক অবস্থা জটিল বলে বাইরের সঙ্গে এই অঞ্চলের লোকদের যোগাযোগ খুব কম ছিল। গত দশ বারো বছর ধরে তিব্বতের টেলি-যোগাযোগ কোম্পনির লিন চি শাখা প্রতিষ্ঠানের নিরলস প্রচেষ্টার কারণে বাইরের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগের একটি সেতু স্থাপন করা হয়েছে। ২৭ জুলাই সেই গ্রাম এই জীবন আসরে থাং ইয়াও খান এই সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।