v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-23 20:46:41    
১৬-২২ জুন,২০০৭

cri
১। এদিকে ভারতের বিদায়ী রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম বলেছেন,শুধু দুটি ছোট স্যুটকেস নিয়ে তিনি রাষ্ট্রপতি ভবন ছেড়ে যাবেন। গত পাঁচ বছরে রাষ্ট্রপতি ভবনে জমে ওঠা একটি উপডৌকনও তিনি সঙ্গে নেবেন না। ২৪ জুলাই রাষ্ট্রপতি বিসেবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। ২০০২ সালের ২৫ জুলাই পাঁচ বছরের জন্য তিনি রাষ্ট্রপতি বিসিবে শপথ নিয়েছিলেন।

আবদুল কালামের স্তলাভিষিক্ত হবেন ক্ষমতাসীন দল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রতিভা পাতিল (৭২)। তিনি হবেন ভারতের প্রথম নারী রাস্ট্রপতি।

১৯ জুলাই নয়াদিল্লির ইসলামিক কালচারাল সেন্টার আয়োজিত এক অনুষ্টানে আবেগজড়িত কণ্ঠে আবদুল কালাম বলেন, "দুটি স্যুটকেস হাতে রাষ্ট্রপতি ভবন ছেড়ে যাব,আর সঙ্গে নেব আমার বইগুলো। রাষ্ট্রপতি ভবনে গৌরবোজ্জ্বল পাঁচটি বছর কাটিয়েছি। ২৫ জুলাই দায়েত্ব শেষ করে চলে যাব।"

জনাব কালাম আরও বলেন,তিনি শিক্ষকতা পেশায় ফিরে যাবেন এবং তামিলরাডুর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াবেন।

সাধারণ এক ঘরে জন্ম নেওয়া কালাম জাঁকজমকপূর্ণ রাষ্ট্রপতি ভবনেও সাধাসিধে জীবনযাপন করেছেন। আবদুল কালাম ভারতের পরমাণু ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক হিসেবে পরেচিত। জনপ্রিয় নীতির কারণে তাঁকে "জনগণের রাষ্ট্রপতি"হিসেবে আখ্যায়িত করা হয়।

২। বজ্রপাত ও অতি বর্ষণ জনিত ভূমিধসে পাকিস্তানে ৭০ জনের বেশি লোক মারা গেছে। দেশটির উওর-পশ্চিম অঞ্চলের দুটি গ্রামে ২০ জুলাই ওই দুর্যোগে ধ্বংস হয়েছে অসংখ্য ঘরবাড়ি। স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা খান ওয়ালিজাদা জানান,পেশওয়ার থেকে দেড়শ মাইল উওরের দিরবালা জেলায় অতি বর্ষণ ও বজ্রপাতে দুটি প্রাম মারাত্মকভাবে ক্ষতিগোস্ত হয়। ভূমিধসে কমপক্ষে ২৫টি বাড়ি নিস্চিহ্ন হয়ে গেছে। এ ঘটনায় সেখানে ৭০ জনের বেশি লোক নিহত হওয়ার কথা নিস্চিত করেন কর্মকর্তা। আরো অসংখ্য মানুষ এখনো নিখোজ রয়েছেন।

এর আগে ওই এলাকার পুলিশের উপপ্রধান সুলতান গনি জানান,পাহাড়ি এলাকায় অবস্তিত দুর্গত প্রামদুলোতে ডাক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে। তিনি বলেন,অবস্তাদৃষ্টে মনে হচ্ছে,বজ্রপাত জনিত ভূমিধসের ফলে অনেক প্রস্তরখগু বাড়িষরে আঘাত হানে। স্থানীয় মেয়র সরদার তারিকুল্লাহ বলেন,অতিবর্ষণের ফলে সৃষ্ট বন্যায় প্রায় ৪০-৫০ জন মানুষ ভেসে গেছে। তাদের মধ্যে ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। বন্যার পর নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। গোআমদুলোতে ব্যাপক উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

৩।শ্রীলংকার প্রেসিডেন্ট মহিন্দর রাজাপাকসে বলেছেন,তামিল বিদ্রোহী গ্রুপ এলটিটিইকে হয় যুদ্ধ, না হয় শান্তির পথ বেছে নিতে হবে। যুদ্ধের পথে গেলে তাদের পরাজয় অনিবার্য আর শান্তির চাইলে তাদের সঙ্গে শান্তি আলোচনায় রাজি আছি। আমাদের আন্তর্জাতিক বন্ধুরা এ ব্যাপারে মধ্যস্থতা করলে স্বাগত জানাব। বহুল প্রচারিত দৈনিক ডেইলি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে সম্প্রাতি তিনি এ কথা বলেন।

রাজাপাকসে বলেন, এলটিটিইর শেষ শক্ত ঘাঁটি এর মধ্যেই সেনা আত্র মণে পরাজিত হয়েছে। বাত্তিকালোয়া জেলার বনাঞ্চলে থপ্পিগালায় এলটিটিইর চরম পরাজয় প্রমাণ করে, মেনাবাহানীর শক্তির কাছে তারা আর ঠিকতে পারে না। তাদের উচিত দেশের ঐক্য সংহতিবিরোধী ধ্বংসাত্মক কর্মাগু ছেড়ে শান্তির পথে এসে দেশ গড়ার কাজে হাত দেওয়া, নিয়মতান্ত্রিক রাজনীতিতে অবদান রাখা। তামিল বিদ্রোহীরা যদি এ ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করে তাহলে সরকার তাদের সঙ্গে এখনই শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে। এ ব্যাপারে তিনি সরকার ও তামিল বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা শুরুর ব্যাপারে তার দেশের আন্তর্জাতিক মিত্রদের এগিয়ে আসার জোর আহ্বান জানিয়েছেন।

৪। প্রথা অনুযায়ী প্রায়শ্চিত্ত করতে রাজি হওয়ায় হারানো মর্যাদা ফিরে পেয়েছে নেপালের কুমারী দেবী। সজনী শাক্য নামে ১০ বছর বয়সী ওই দেবী আমেরিকা ভ্রমণের অপরাধে মন্দিরের প্রবীণ ও প্রভাবশালী পুরোহিতরা ক্ষুব্ধ হয়ে তার দেবিত্ব খারিজ করেছিলেন।

একটি প্রামাণ্য চিত্রের কাজে আমেরিকায় ৩৯ দিন কাটানোর পর বুধবার সজনী নিজ শহর ভক্তপুরে ফিরে আসে। নিয়ম অনুযায়ী শীর্ষস্থানীয় তিন কুমারী দেবী দেশের বাইরে যেতে পারে না। ভক্তপুরের প্রবীণদের মতে, সজনী আমেরিকায় যাওয়ায় তার পবিত্রতা কলুষিত হয়েছে। তারা মজনীর উত্তরাধিকারও খুজতে শুরু করেছিলেন।

কিন্তু এখন তারাই বলছেন, সজনী প্রথামত প্রায়শ্চিত্ত করতে রাজি হওয়ায় তারা তাকে কুমারী দেবী হিসেবে পুনর্বহাল করছেন। শিগগিরই সে আনুষ্ঠানিকভাবে প্রায়শ্চিত্ত করবে। এতে সে কোনো পাপ করে থাকলে তা মোচনও হবে।

উল্লেখ্য, মাত্র দুই বছর বয়সে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সজনী কুমারী দেবী মনোনীত হয়। তখন থেকে সে ভক্তদের আশীর্বাদ ও বিভিন্ন ধর্মীয় উত্সবে যোগ দেয়ার সুযোগ লাভ করে। বয়ংসন্ধি পর্যন্ত সে কুমারী দেবী থাকতে পারবে।