v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-23 20:36:03    
মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের এক হাজার উপাচার্য চীন সফরের উদ্দেশ্যে চীনা ভাষার সেতু গড়ে তুলেছে

cri
    ২৬ জুন থেকে ১ জুলাই পর্যন্ত , চীনের চীনা ভাষাকে আন্তর্জাতিক ক্ষেত্রে জনপ্রিয় করা সংক্রান্ত চীনের রাষ্ট্রীয় নেতৃস্থানীয় কার্যালয়ের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের এক হাজার উপাচার্য ও শিক্ষা ক্ষেত্রের কর্মকর্তা চীন সফর করেছেন। তাঁরা প্রচেষ্টা চালিয়ে চীন ও বিদেশের স্কুলের মধ্যে বিনিময়ের ফ্ল্যাটফর্ম গড়ে তোলা এবং চীনা ভাষা শেখা ক্ষেত্রের সহযোগিতা গড়ে তোলা। এই কর্মসূচীর নাম হলো চীনা ভাষার সেতু। এটি হচ্ছে এ পর্যন্ত চীন ও বিদেশের শিক্ষা বিনিময়ের বৃহত্তম প্রকল্প।

    সম্প্রতি পেইচিং গণ ভবনে চীনের চীনা ভাষা সংক্রান্ত রাষ্ট্রীয় কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের এক হাজার উপাচার্য ও শিক্ষা ক্ষেত্রের কর্মকর্তাদের জন্য অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে। চীনের শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং চীনে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার দূতাবাসের প্রতিনিধিগণ এই অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চীনের শিক্ষা মন্ত্রী চৌ জি অনুষ্ঠানে তার ভাষণে বলেছেন,

    সাম্প্রতিক বছরগুলোতে চীনা ভাষা শেখা, চীনকে জানার হিড়িক মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় পড়েছে। চীনা ভাষা শেখার দ্রুত উন্নয়ন কেবল চীনকে আরো মুক্তদ্বার সম্প্রসারণ করা এবং বিশ্বের যোগাযোগ ও বিনিময়কে গভীর করার প্রয়োজন তাই নয়, বরং বিশ্বের চীনকে জানতে পারা এবং চীনের সঙ্গে অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রের বিনিময় জোরদার করা প্রয়োজন।

    জানা গেছে, চীনা ভাষা সংক্রান্ত চীনের রাষ্ট্রীয় নেতৃস্থানীয় কার্যালয়,মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের পরিষদ, দক্ষিণ কোরিয়ার শিক্ষা ও জনশক্তি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবারের কর্মসূচী আয়োজিত হচ্ছে। মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের এক হাজার উপাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫টি প্রদেশ এবং দক্ষিণ কোরিয়ার ১৬টি প্রদেশ থেকে এসেছেন। এবারে চীন সফরে বিদেশের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের উপাচার্যগণের সংখ্যা সবচেয়ে বেশি। এক সপ্তাহ ব্যপী সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা পেইচিংয়ে চীনা ভাষা ও সাংস্কৃতিক উপাত্ত প্রদর্শনী দেখেছেন এবং চীনা ভাষা ও সংস্কৃতি সংক্রান্ত বিশেষ কোর্সে যোগ দিয়েছেন। এছাড়া, তাঁরা চীনের ১৮টি প্রদেশ ও শহরে গিয়ে চীনা ভাষা ও সংস্কৃতিকে গভীরভাবে জানতে চেষ্টা করেছেন। স্থানীয় স্কুলের সঙ্গে বিনিময় করেছেন এবং ভাষা শিক্ষার সহযোগিতা ব্যবস্থা যৌথভাবে প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করেছেন।

    চীনে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা পাট্রিক কোর্কোরান বলেছেন,

    বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের যুবকযুবতীরা চীনা ভাষা শিখছে। যাতে চীনের সংস্কৃতি তারা জানতে পারে। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র পরস্পরকে জানা খুবই গুরুত্বপূর্ণ। অনেক দেশেই চীনা ভাষা শেখা জনপ্রিয় হয়েছে। এবার আমি যুক্তরাষ্ট্রের এতো বেশি উপাচার্য দেখতে পেরে খুব খুশি।

    চলতি বছর চীন ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী। দক্ষিণ কোরিয়ার দুশো উপাচার্যের চীন সফরের তত্পরতা হচ্ছে চীন ও দক্ষিণ কোরিয়া সরকার নির্ধারিত ভাষা শেখা সংক্রান্ত বিনিময় ও সহযোগিতার এক গুরুত্বপূর্ণ কর্মসূচী।

    জানা গেছে, দক্ষিণ কোরিয়ায় ২০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স চালু হয়েছে। চীন ও দক্ষিণ কোরিয়ার ছাত্রছাত্রীদের দু'দেশে অধ্যায়নের সংখ্যাও সবচেয়ে বেশি। চীনে দক্ষিণ কোরিয়ার দূতাবাসের শিক্ষা ক্ষেত্রের কনস্যুলার ইউন হি শিন চীনের প্রবাদ দিয়ে এবারের সফরের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন,

    বই ও টেলিভিশনসহ বিভিন্ন উপায়ের মাধ্যমে চীন সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি রয়েছে। এবার সফরের মাধ্যমে আগের ভুল বোঝাবুঝি দূর করতে পেরেছি। আমি এবার সফরের অনুভূতি এবং চীন উন্নয়নের অবস্থা আমার ছাত্রছাত্রীর কাছে বলবো।

    চীন সরকার বিদেশী ভাষা শিক্ষার ওপর খুব গুরুত্ব দেয়। প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ছাত্রছাত্রী ইংরেজীতে লেখাপড়া করে। বর্তমানে চীনে ইংরেজী শেখা ছাত্রছাত্রীর সংখ্যা ২০ কোটি ছাড়িয়েছে। চীন এক হাজারেরও বেশি স্কুলে কোরীয় ভাষা কোর্স চালু করেছে। দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি যুবকযুবতীদের ব্যাপক স্বাগত পেয়েছে।

    চীনের দীর্ঘকালীন ইতিহাস ও চমত্কার সংস্কৃতি বিশ্বের জনগণের জানার আরো সুযোগ এনে দিয়েছে। জানা গেছে, চীনা ছাড়া, চীনা ভাষা শিক্ষার লোক সংখ্যা তিন কোটিরও বেশি। এক শোরও বেশি দেশের দু'হাজার পাঁচ শো বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষাদান চলছে। এ পর্যন্ত গড়ে তোলার কনফুসিয়াস ইনস্টিটিউটের সংখ্যা এক শোরও বেশি।