চীনের অর্থ মন্ত্রী চিং রেন ছিং ২৩ জুলাই উত্তর পূর্ব চীনের তালিয়ান শহরে বলেছেন , এ বছরের প্রথমার্ধে চীনে আর্থিক আয় গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়ে ২.৬ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে ।
এবছরের প্রথমার্ধে চীনের ব্যয় গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ২০ শতাংশেরও বেশি বেড়ে ১.৮ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে ।
তিনি বলেছেন , এ বছরের প্রথমার্ধে চীনে জাতীয় অর্থনীতি দ্রুতভাবে প্রসারিত হয়েছে এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক ক্ষেত্রে ফলপ্রসূ অগ্রগতি সুষ্ঠুভাবে বেড়ে গেছে বলে চীনের আয়ও দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে । এ ছাড়াও ব্যয়ের কাঠামো আরো উন্নত হয়েছে । কৃষি , শিক্ষা , সামাজিক বীমা ব্যবস্থা এবং চিকিত্সা ও স্বাস্থ্যরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সুষ্ঠুভাবে নিশ্চিত হয়েছে । (থান ইয়াও খাং)
|