মার্কিন সংসদের সিনেটের ডেমোক্র্যাটিক পার্টির সদস্য রুস ফেইংগোল্ড ২২ জুলাই একটি বিবৃতিতে বলেছেন , তিনি দুটি প্রস্তাব উথ্থাপন করবেন । এই দুটি প্রস্তাবে তিনি সংসদকে ইরাক যুদ্ধ চালানো এবং আইনী ব্যবস্থা লংঘনের অভিযোগে প্রেসিডেন্ট বুশ ও অন্যান্য কর্মকর্তাদের নিন্দা করার অনুরোধ জানিয়েছেন ।
প্রথম প্রস্তাব অনুযায়ী , বুশ সরকার সাদ্দাম সরকারের তথাকথিত ব্যাপক ধ্বংসাত্মক মারনাস্ত্র দখল করেছিল বলে যে কথা ব্যাপকভাবে প্রচার করেছে ,আল কায়েদার সঙ্গে সাদ্দাম সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে যে ইচ্ছাকৃতভাবে ইঙ্গিত দিয়েছে এবং ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর কার্যমেয়াদ বাড়ানোর ফলে মার্কিন সৈন্যদের সংখ্যার যে অভাব দেখা দিয়েছে , তার জন্য অভিযোগ করা হবে ।
বুশ সরকার আইনী ব্যবস্থার যে লংঘন করেছে , দ্বিতীয় প্রস্তাবে তার সমালোচনাও করা হবে । (থান ইয়াও খাং)
|