২৩ জুলাই চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ পরিষদের চেয়ারম্যান চিয়া ছিং লিন বলেছেন, গভীরভাবে বৈজ্ঞানিক উন্নয়নের ধারণা অনুযায়ী কুয়াংসি'র উত্তর উপ-সাগরীয় অর্থনৈতিক অঞ্চলের দ্রুত ও সুষ্ঠু উন্নয়ন ত্বরান্বিত করা উচিত ।
উত্তর উপ-সাগরীয় অর্থনৈতিক অঞ্চল কুয়াংসি'র দক্ষিণাঞ্চলে অবস্থিত । এর আয়তন ৭০ হাজারেরও বেশি বর্গকিলোমিটার । এর পশ্চিম দিকে ভিয়েতনাম । এ অঞ্চল হল চীনের পশ্চিমাঞ্চলের একমাত্র উপসাগরীয় অঞ্চল,যা চীন ও আসিয়ান অবাধ বাণিজ্যিক অঞ্চলের কেন্দ্রে অবস্থিত ।
পেইচিং-এ অনুষ্ঠিত চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ পরিষদের সম্মেলনে তিনি বলেছেন, কুয়াংসি'র উত্তর উপ-সাগরীয় অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন ও নির্মাণকাজ দ্রুত করার প্রক্রিয়ায় সুষ্ঠু শিল্প স্থাপন ও কাঠামোর ওপর গুরুত্ব দেয়া , জ্বালানী সম্পদ সঞ্চয় করা ও পরিবেশ সংরক্ষণ করা সম্পর্কিত মৌলিক রাষ্ট্রীয় নীতি বাস্তবায়ন এবং সক্রিয়ভাবে আঞ্চলিক অর্থনীতির উন্নয়ন করা উচিত ।
(ছাও ইয়ান হুয়া)
|