v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-23 19:34:09    
তা লিয়ান দরিদ্র অধিবাসীরা সার্বিকভাবে চিকিত্সা সহায়তা পেয়েছে

cri

    তবে তা লিয়ান স্থানীয় সরকার দরিদ্র অধিবাসীদের চিকিত্সা সহায়তা সংক্রান্ত নীতি প্রণয়নের পর, চাং ফেং লিং পুনরায় চিকিত্সা গ্রহণের সুযোগ পেয়েছেন। তিনি বলেছেন: " এই চিকিত্সা সহায়তা নীতির ফলে কর্তৃপক্ষ আমার সব চিকিত্সা ব্যয় বহন করেছে। এ নীতি গ্রামীণ অধিবাসীদের দরিদ্র্য সমস্যার সমাধানে সঠিক পদক্ষেপ । গ্রামীণ অধিবাসীরা এই নীতিকে সমর্থন করে এবং এটি আমাদের জন্য একটি চমত্কার নীতি।"  একজন অধিবাসী সু হং মেই রোগে আক্রান্ত হওয়ায় তার মোট ২ হাজার ২২০ ইউয়ান খরচ হয়। তবে চিকিত্সা সহায়তার তহবিল তার ১ হাজার ইউয়ানের বেশি চিকিত্সা ব্যয় বহন করেছে । এতে তার অনেক আনন্দ লাগছে। তার পরিবারের সবাই এই চিকিত্সা সহায়তার তহবিলে অংশ নেয়। সবাই মনে করে যে , এই চিকিত্সা ব্যবস্থা খুবই ভাল এবং একে স্বাগত জানিয়েছে। সু হং মেই বলেছেন:" আগে, আমার পরিবারের কেউ রোগে আক্রান্ত হলে একটি খুবই বড় সমস্যার সম্মুখীন হতে হতো। তবে এ চিকিত্সা সহায়তা নীতির বাস্তবায়ন আমার পরিবারের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে।"

    এই চিকিত্সা সহায়তা ব্যবস্থা কৃষকদের চিকিত্সার অর্থনৈতিক চাপ কমানোর সঙ্গে সঙ্গে গ্রামীণ প্রাথমিক স্তরের চিকিত্সা প্রতিষ্ঠানের আয়ও বাড়িয়ে দিয়েছে । থানার ক্লিনিক বর্ধিত আয় কাজে লাগিয়ে চিকিত্সা সরঞ্জাম কিনবে , চিকিত্সা কর্মীদের প্রশিক্ষণ দেবে এবং চিকিত্সার মান উন্নত করবে । ডাক্তার সুন সিয়াং চুং বলেছেন:" আগে প্রতিদিন আমাদের ক্লিনিকে থাকার জন্য ৬ থেকে ৮ জন রোগীর ব্যবস্থা করা হতো । এখন এই সংখ্যা আঠার থেকে বিশে দাঁড়িয়েছে । মাঝে মাঝে এই সংখ্যা তিরিশেরও বেশি হয়। এতে কৃষকরা উপকৃত হয়েছে এবং হাসপাতালও প্রসারিত হয়েছে" ।

    কিছু দিন আগে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় পরবর্তী ৫ বছর মেয়াদী উন্নয়নের একটি কার্যক্রম পেশ করেছে । কার্যক্রমে উল্লেখ করা হয়েছে যে , পরবর্তী ৫ বছরে গ্রামাঞ্চলে স্বাস্থ্য রক্ষার বুনিয়াদী ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে চীন সরকার ২০ বিলিয়ন ইউয়ান রেন মিন পি বরাদ্দ করবে । এই কার্যক্রম অনুযায়ী , জেলা , থানা ও গ্রাম এই তিন পর্যায়ের গ্রামীণ চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার পরিসেবা আর ইন্টারনেট বিশেষ করে থানার ক্লিনিক আর জেলার হাসপাতালের নির্মাণ কাজ সুসংবদ্ধ আর পূর্ণাংগ করে তোলা হবে । এর সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলে প্রাথমিক স্তরের চিকিত্সা কর্মীদের প্রশিক্ষণ দেয়ার কাজ জোরদার করা হবে , থানা ও গ্রাম এই দুই পর্যায়ের চিকিত্সকদের প্রশিক্ষণ দেয়ার কোর্স প্রণয়ন করা হবে , গ্রামাঞ্চলের চিকিত্সা ও স্বাস্থ্যরক্ষা বিষয়ক কর্মীদের জ্ঞানের মান ও পরিসেবার সামর্থ্য উন্নত করা হবে এবং গ্রামাঞ্চলে চিকিত্সা ও স্বাস্থ্যরক্ষা কাজে নিয়োজিত কর্মীদের সামর্থ্য পূর্ণাংগ করে তোলার জন্য প্রতি বছর বিভিন্ন শহর থেকে গ্রামাঞ্চলের চিকিত্সা প্রতিষ্ঠানগুলোতে কয়েক হাজার দক্ষ চিকিত্সা কর্মী পাঠানো হবে ।


1 2