চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার চেন চি লি সম্প্রতি উত্তর চীনের অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল পরিদর্শনের সময় জোর দিয়ে বলেছেন, সক্রিয়ভাবে গণ সাংস্কৃতিক পরিসেবা ব্যবস্থার নির্মাণকাজ ত্বরান্বিত করতে হবে। ব্যাপক জনসাধারণের মৌলিক সংস্কৃতির চাহিদা মেটাতে হবে।
অন্তঃর্মঙ্গোলিয়ার তৃণ মূলের সার্বিক সংস্কৃতি কেন্দ্র, বেতার ও টেলিভিশন কেন্দ্র, গ্রন্থাগার এবং কৃষক ও পশুপালকদের বাসায় গিয়েছেন। তিনি বেতার ও টেলিভিশন সংকেত প্রত্যেক গ্রামে পৌঁছানো প্রকল্প এবং সাংস্কৃতিক তথ্য ভোগ করা প্রকল্পের নির্মাণের সর্বশেষ অবস্থা জেনেছেন।
তিনি বলেছেন, বেতার ও টেলিভিশন সংকেত প্রত্যেক গ্রামে পৌঁছানো প্রকল্প এবং সাংস্কৃতিক তথ্য ভোগ করার প্রকল্প হচ্ছে গণ সাংস্কৃতিক পরিবেসা ব্যবস্থা গঠনের গুরুত্বপূর্ণ বিষয় এবং জনসাধারণের মৌলিক সাংস্কৃতিক স্বার্থ ও অধিকার সুনিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপায়। বিভিন্ন অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগকে সুষ্ঠুভাবে এই দুটি প্রকল্প ত্বরান্বিত করতে হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|