লাইবেরিয়ায় চীনের শান্তি রক্ষী বাহিনীর কর্মকর্তা ছেন চিয়াং ওয়েন ২২ জুলাই বলেছেন, লাইবেরিয়ায় নিয়োজিত জাতিসংঘের বিশেষ দল ২০ জুলাই লাইবেরিয়ায় চীনের শান্তি রক্ষী বাহিনীর চিকিত্সা দলকে জাতিসংঘের প্রথম শ্রেণীর শান্তিরক্ষী পদক প্রদান করেছে ।
লাইবেরিয়ায় জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি আলান ডস এক ভাষণে চীনের শান্তি রক্ষী বাহিনীর চিকিত্সা দলের দক্ষতার চমত্কার ও উচ্চ মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, লাইবেরিয়ায় শান্তি রক্ষীর কর্তব্য খুবই কঠিন। এর অবস্থাও একটি জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। লাইবেরিয়ার শান্তি ও দেশের পুনর্গঠনে চীনের শান্তি রক্ষী বাহিনীর চিকিত্সা দলের বিরাট অবদান রয়েছে। লাইবেরিয়ায় চীনের শান্তি রক্ষী বাহিনীর অর্জিত সাফল্যে তিনি গর্বিত।
|