দক্ষিণ কোরিয়ার যৌথ বার্তা সংস্থা ২২ জুলাই রাতে বিদেশী তথ্য মাধ্যমের খবরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এ দিন আফগানিস্তানের তালিবান সশস্ত্র সংস্থা ২৩ জন দক্ষিণ কোরিয় জিম্মিকে হত্যা করার সর্বশেষ সময়সীমা ২৪ ঘন্টা পিছিয়ে দেয়ার কথা ঘোষণা করেছে।
খবরে বলা হয়েছে, একই দিন তালিবানের মুখপাত্র ইউসুফ আহমেদি বলেছেন, দক্ষিণ কোরিয়া সরকার তালিবানের সঙ্গে যোগাযোগ করেছে বলে তালিবান জিম্মিকে হত্যা করার সময় ২৩ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে আফগান সরকার ও দক্ষিণ কোরিয়া সরকার তালিবানের অনুরোধের জবাব দেয়ার জন্য আরো বেশি সময় পায়।
অন্য আরেক খবরে জানা গেছে, আফগান সরকারী কর্মকর্তা ও উপজাতির প্রধানরা জিম্মিকে মুক্তি দেয়ার প্রস্তাব অন্বেষণের জন্য অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন। আফগান নিরাপত্তা বাহিনী ও আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাবাহিনী ২৩ জন দক্ষিণ কোরিয় নাগরিককে আটক রাখা এলাকা ঘিরে রেখেছে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্মি উদ্ধার অভিযান শুরু হয় নি। (ইয়ু কুয়াং ইউয়ে)
|