সম্প্রতি চীনের মধ্য ও দক্ষিণাংশের কয়েকটি প্রদেশে ভয়াবহ বন্যা হয়েছে । বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রদেশকে ত্রাণ-সাহায্য দেয়ার জন্য চীন সরকার ৩৬.৬ কোটি ইউয়ান ভর্তুকী বরাদ্দ করেছে ।
আনহুই প্রদেশে চীন সরকার ত্রাণ হিসেবে -নগদ অর্থ বরাদ্দ দেয়ার ফলে বন্যায় বেশ কিছু দুর্গতদের পানি , জ্বালানী ও সবজিসহ খাদ্যাভাব দূর হয়ে গেছে । বেশ কয়েকটি অঞ্চলে দুর্গতদের পুনর্বাসনের জন্য নতুন বাড়িঘর নির্মান করা হয়েছে ।
ছুংছিং মহানগরীতে চীনের কেন্দ্রীয় সরকারের ত্রাণ হিসেবে নগদ অর্থ দুর্গতদের পুনর্বাসনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে । যাতে দুর্গতদের অন্ন-বস্ত্র , বাসস্থান, বিশুদ্ধ পানি ও চিকিত্সার দুশ্চিন্তা দূর করা হয় ।
২০ জুলাই পর্যন্ত সিছুয়ান প্রদেশের বন্যা প্রতিরোধ কাজ সাহায্যে দেয়ার জন্য চীন সরকার ১০ কোটি ইউয়ানেরও বেশি জরুরী নগদ অর্থ বরাদ্দ করেছে ।
এ ছাড়াও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে যাতে বন্যা প্রতিরোধ ও কৃষি উত্পাদন আবার শুরু করা যায় , সেজন্য চীন সরকার ৫ কোটি ইউয়ান নগদ অর্থ এবং ১ কোটি ১ লাখ ইউয়ান মূল্যের কীটনাশক ওষুধসহ গবাদি পশুর গুরুতর রোগ-ব্যাধি প্রকোপ নিবারণের জন্য ব্যবহার্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ করেছে ।
|