গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত চীন-আফ্রিকার সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও চীন ও আফ্রিকার নতুন ধরনের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন সংক্রান্ত আটটি নীতিগত ব্যবস্থা উত্থাপন করেছেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখন নাইজেরিয়া ও ত্যান্জানিয়ায় চীনের সহযোগিতা ও সাহায্যদান প্রকল্পগুলো সুশৃঙ্খলভাবে চলছে।
চীনের শিল্প প্রতিষ্ঠানগুলো আফ্রিকার জন্য কেবল অর্থ ও প্রযুক্তি বয়ে এনেছে তা নয়, বরং যোগ্য ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান ও জনশক্তি সম্পদের বিকাশও ঘটিয়েছে। চীনের রেলপথ নির্মান গোষ্ঠীর পূর্ব আফ্রিকা কোম্পানি ত্যান্জানিয়ার ভিক্টোরিয়া হ্রদের পানি সরবরাহ প্রকল্প নির্মাণের প্রক্রিয়ায় পর পর ১০০ জনেরও বেশি নানা ক্ষেত্রের প্রযুক্তিগত শ্রমিককে প্রশিক্ষণ দিয়েছে।(ইয়ু কুয়াং ইউয়ে)
|