'শান্তি কর্তব্য--২০০৭' নামক শাংহাই সহযোগিতা সংস্থার সদসদেশগুলোর যৌথ সন্ত্রাসদমন সামরিক মহড়ায় অংশগ্রহণকারী চীনের গণ মুক্তি ফৌজের সর্বশেষ গ্রুপের সৈন্যরা রেলপথে ২১ জুলাই সিনচিয়াংয়ের তুরুফান থেকে রাশিয়ার ছেলয়াবিনস্কে গিয়ে পৌঁছেছে ।
রেলপথে যাতায়াত হল এবারের যৌথ সামরিক মহড়ার সৈন্য পাঠানোর গুরুত্বপূর্ণ ও প্রধান পদ্ধতি । তা ছাড়া মহড়ার ভারী যন্ত্রপাতি ও সামরিক সামগ্রীও রেলপথে পাঠানো হয় । এবারের সামরিক ট্রেনের প্রধান পরিচালক মেজর জেনারেল লি ওয়েই পিং বলেছেন, এবারের রেলপথে যাতায়াত চীনের সামরিক পরিবহন ইতিহাসের একটি পর্যায় বাস্তবায়ন করেছে এবং চীনা গণ মুক্তি ফৌজের ভবিষ্যত সামরিক পরিবহনের জন্য শ্রেষ্ঠ অভিজ্ঞতা অর্জন করেছে।
(ছাও ইয়ান হুয়া)
|