মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় ১৮ ও ১৯ জুলাই ঘোষণা করেছে, তারা চীনের পাতলা আয়তাকার পাইপ ও লেমিনেশন করা বোনানো ব্যাগ নিয়ে আনুষ্ঠানিকভাবে ডাম্পিং ও ভর্তুকি বিরোধী তদন্ত শুরু করবে। চীন এর দৃঢ় বিরোধীতা করে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং সিন পেই ২০ জুলাই পেইচিংয়ে বলেছেন, মার্কিন পক্ষ তার ভুল আচরণ জিদ করে আস্তরণ বিহীন শীট কাগজ ও কার্বন স্টিল পাইপ মামলার পর আবার চীনের পণ্যের ওপর দুটি ডাম্পিং ও ভর্তুকি বিরোধী তদন্ত করছে। স্বল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র পর পর চীনের পণ্যের ওপর ডাম্পিং ও ভর্তুকি বিরোধী তদন্ত করার উদ্যোগ নেয়ায় চীনের শিল্প মহলে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। চীন বিভিন্ন সুযোগে একাধিকবার যুক্তরাষ্ট্রের এই ভূল আচরণ নিয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেছে।
ওয়াং সিন পেই বলেছেন, যুক্তরাষ্ট্রের আচরণ তার আদালতের বিচার ও বহু বছরের নিয়মকে লঙ্ঘন করেছে, বিশ্ব বাণিজ্য সংস্থার সংশ্লিষ্ট নিয়মকেও লঙ্ঘন করেছে এবং চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সুষম ও সুষ্ঠু উন্নয়নকে নষ্ট করবে। চীন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদের যাবতীয় বৈধ অধিকার সংরক্ষন করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|