২১ জুলাই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মূ হিউন সিউলে এক জরুরী টেলিভিশন ভাষণে বলেছেন, তিনি আফগানিস্তানে অপহৃত দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মুক্ত করার জন্য প্রচেষ্টা চালাবেন ।
ভাষণে তিনি তালিবান সশস্ত্র যোদ্ধাদের প্রতি যত তাড়াতাড়ি সম্ভব অপহৃত দক্ষিণ কোরিয় নাগরিকদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন । তিনি বলেছেন, দক্ষিণ কোরিয় জনগণ শান্তি পছন্দ করে এবং আফগান জনগণের সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করেছে । নিরীহ নাগরিকদের অপহরণ করার কোনো যুক্তিযুক্ত কারণ নেই ।
(ছাও ইয়ান হুয়া)
|